সুপ্রিম কোর্টের পর বারাসত আদালত। খারিজ হয়ে গেল রাজীব কুমারের আগাম সুরক্ষার আবেদন। গ্রেফতারি এড়াতে মরিয়া রাজীব কুমার শুক্রবার সকালে দ্বারস্থ হয়েছিলেন শীর্ষ আদালতের। বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চে আবেদন করেছিলেন আইনি রক্ষাকবজের মেয়াদ বাড়ানোর জন্য। সেই আবেদন সকালেই খারিজ করে দেয় শীর্ষ আদালত।
এ দিকে শুক্রবারই শেষ হয় রাজীবের আইনি রক্ষাকবজের সাত দিনের মেয়াদ। শেষ রাস্তা হিসাবে এ দিন বিকেল চারটেয় রাজীব কুমারের আইনজীবী আগাম জামিনের আবেদন জানান বারাসত জেলা আদালতে। সাধারণত এই ধরনের আবেদন জানাতে হয় সকাল ১০টার মধ্যে। জেলা বিচারকের বিশেষ অনুমতি নিয়ে রাজীবের আইনজীবী আগাম জামিনের আবেদন নথিভুক্ত করেন। সেই খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন বারাসত আদালতের আইনজীবীদের বড় অংশ।
গত ২৪ এপ্রিল থেকে আইনজীবীদের কর্মবিরতি চলছে, তা বহাল ছিল এ দিনও। আইনজীবীরা জেলা বিচারকের কাছে জানান রাজীব কুমারের আবেদন বাতিল করতে। বারাসত জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্য মিহির দাস বলেছেন, ‘‘রাজীব কুমারের আবেদন ছিল ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। তিনি নির্দিষ্ট সময়ের অনেক পরে আবেদন করেছেন। সে ক্ষেত্রে জেলা বিচারক বিশেষ অনুমতি দিতে পারেন না। সেই কারণেই আমরা পুনর্বিবেচনার অনুরোধ করি।’’ আইনজীবীদের আবেদন শুনে শেষ পর্যন্ত রাজীব কুমারের আবেদন বাতিল করেন জেলা বিচারক।