Advertisement
০৫ মে ২০২৪

ট্রলার থেকে উদ্ধার হল সাতটি দেহ

বঙ্গোপসাগরের বুকে উল্টো হয়ে ভাসছিল ‘এফবি নূরে আলম’ নামে ট্রলারটি। জায়গাটা বকখালি থেকে ঘণ্টা তিনেকের পথ। পাথরপ্রতিমার ‘এফবি মা জয়তারা’ ট্রলারের মৎস্যজীবীরা সেটিকে ভারতীয় ট্রলার ভেবে ব্রজবল্লভপুরে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে সেই ট্রলারেই মিলল সাত সাতটি মৃতদেহ।

নিজস্ব সংবাদদাতা
পাথরপ্রতিমা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৪:১৭
Share: Save:

বঙ্গোপসাগরের বুকে উল্টো হয়ে ভাসছিল ‘এফবি নূরে আলম’ নামে ট্রলারটি। জায়গাটা বকখালি থেকে ঘণ্টা তিনেকের পথ। পাথরপ্রতিমার ‘এফবি মা জয়তারা’ ট্রলারের মৎস্যজীবীরা সেটিকে ভারতীয় ট্রলার ভেবে ব্রজবল্লভপুরে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে সেই ট্রলারেই মিলল সাত সাতটি মৃতদেহ।

উদ্ধার হওয়া ট্রলারটিতে পাওয়া একমাত্র সূত্র ছিল একটি মোবাইল। তা থেকেই জানা যায়, ‘এফবি নূরে আলম’ নামে ট্রলারটি বাংলাদেশের চট্টগ্রাম এলাকার। তবে রাত পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। উদ্ধারকারী ট্রলারের মাঝি ভানু ঘোড়ুই বলেন, ‘‘ওই ট্রলারটি উল্টে থাকায় প্রথমে বুঝতে পারিনি ভেতরে এতগুলো মৃতদেহ রয়েছে। পরে পাম্প চালিয়ে জল বের করলে একে একে দেহগুলি পাওয়া যায়।’’

পুলিশ জেনেছে, বাংলাদেশি ওই ট্রলারে ১২ জন মৎস্যজীবী মাছ ধরতে বেরিয়েছিলেন। তবে কী ভাবে মাঝ সমুদ্রে সেটি দুর্ঘটনায় পড়ল তা এখনও জানা যায়নি। পুলিশের আশঙ্কা, ওই ট্রলারে আরও দেহ থাকতে পারে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন বলেন, ‘‘ট্রলারের ভেতর থেকে পাম্প দিয়ে জল বের করা হচ্ছে। ভেতরে আরও দেহ থাকতে পারে।’’ জেলা প্রশাসনের এক কর্তা জানান, এ বিষয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

trawler Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE