টেবিলে বসে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলছিলেন কয়েক জন গোয়েন্দা অফিসার। কিন্তু একের পর এক ফোনের জ্বালায় কথা কি বলা যায়! মুহুর্মুহু বেজে উঠছে ফোন। আর সেই সব ফোনকল ধরতে গিয়ে আলোচনার ছন্দ যাচ্ছে কেটে।
ফোনের অন্য প্রান্ত থেকে সকলেই এলাকার ভুয়ো চিকিৎসক নিয়ে অভিযোগ জানাতে চাইছেন। তদন্তকারীরা সেই সব ফোনের সূত্র ধরে বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিলেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ভুয়ো চিকিৎসক সংক্রান্ত অভিযোগ মোটেই ঠিক নয়।
সিআইডি সূত্রের খবর, শুধু ফোন নয়। ভবানী ভবনের কর্তাদের কাছেও একের পর এক ভুয়ো চিকিৎসক নিয়ে অভিযোগপত্র আসছে। প্রতিদিন গড়ে তিন থেকে চারটি অভিযোগপত্র আসছে গোয়েন্দাদের কাছে। তদন্তকারীদের দাবি, প্রথম দিকে ওই সব ফোন ও আবেদনপত্রের ভিত্তিতে খোঁজখবর করে দেখা যায়, কোনওটিই সত্য নয়। তাই এখন কোন আবেদন এলে তা সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে