দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরম পড়ার চরিত্রের কথা মাথায় রেখে সেখানে সব স্কুলে আগামী কিছু দিনের জন্য সকালে পঠনপাঠনের দাবি জানাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এই দাবিতে সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কার্য্যীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠিও লিখেছেন। প্রণয়দের বক্তব্য, ‘গরমের ফলে ওই সব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। ছাত্রছাত্রীদের নিয়ে আমরা উদ্বিগ্ন। বিষয়টির গুরুত্ব দিয়ে দেখে সরকারের যথাযথ পদক্ষেপ করা দরকার।’ এর পাশাপাশি, দেবাঞ্জনদের বক্তব্য, রাজ্যে সাধারণ ভাবে যে সময়ে গরমের ছুটি পড়ে, সেই সময়ে উত্তরবঙ্গে ততটা গরম পড়ে না। ফলে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়টিও দেখা প্রয়োজন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)