Advertisement
২৬ এপ্রিল ২০২৪
SFI

SFI: ডেটা প্যাকের খরচ বৃদ্ধির প্রতিবাদ

অনলাইন পরিষেবার উপরে এখন অ্যাপ-ক্যাবের চালক-সহ অনেক স্বল্প আয়ের মানুষের জীবিকাও নির্ভরশীল।

এসএফআই-এর প্রতিবাদ।

এসএফআই-এর প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ০৭:০৬
Share: Save:

মোবাইলে ডেটা প্যাকের খরচ প্রায় ২৫% করে বাড়িয়ে দিয়েছে অপারেটর সংস্থাগুলি। এর ফলে ছাত্র-ছাত্রীদের অনলাইন পড়াশোনার খরচ বাড়বে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামল এসএফআই। ডেটা প্যাকের দাম বাড়ানোর প্রতিবাদে বিধাননগরে বিক্ষোভ কর্মসূচি করল তারা। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, অনলাইন ক্লাস এমনিতেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘ডিজ়িটাল বিভাজন’ বাড়িয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত সেই বিভাজন আরও বাড়িয়ে দেবে। অনলাইন পরিষেবার উপরে এখন অ্যাপ-ক্যাবের চালক-সহ অনেক স্বল্প আয়ের মানুষের জীবিকাও নির্ভরশীল। তাঁরাও ডেটা প্যাকের দাম বেড়ে যাওয়ায় বিপদে পড়েছেন বলে বাম নেতৃত্বের বক্তব্য। সকলের সুবিধার্থে জনবহুল এলাকাগুলিতে ওয়াই-ফাই জ়োন চালু করার দাবিও তুলেছে এসএফআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SFI Mobile Data Plans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE