সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়লেন সন্দেশখালি কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। সন্দেশখালি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন শাহজাহান। কিন্তু এ দিন কোর্টের তোপের মুখে সেই মামলা প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবী রজত সিংহ রায়। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে শাহজাহানকে।
সন্দেশখালি কাণ্ডে সুপ্রিম কোর্টে পেশ করা আবেদনে শাহজাহান জানান, তাঁর বিরুদ্ধে সিবিআই ৩০ মিনিটের মধ্যে দু’টি এফআইআর করে। তাঁর আইনজীবীর দাবি ছিল, এই পদক্ষেপ বেআইনি। পাশাপাশি প্রথম এফআইআরে কলকাতা হাই কোর্টে জামিন পেলেও দ্বিতীয় এফআইআরে ৮-৯ মাস হয়ে গেলেও তিনি কোনও নির্দেশ পাননি। সেই মামলার শুনানিও হচ্ছে না।
আজ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে শুনানির সময়ে তোপের মুখে পড়তে হয় শাহজাহানের আইনজীবীকে। বিচারপতি দত্ত বলেন, ‘‘কলকাতা হাই কোর্ট নিয়মিত শুনানি করেছে। আপনি কলকাতা হাই কোর্টে গিয়ে আবেদন করুন। সেখানে আবেদন না করে আপনি সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে কী ভাবে মামলা করেন?’’
এর পরে বেঞ্চ জানায়, মামলা খারিজ করা হবে। শাহজাহানের আইনজীবী রজত সিংহরায় মামলা প্রত্যাহারের অনুমতি চান। বেঞ্চ অনুমতি দেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)