পানশালার ভিতরে এক তরুণীকে যৌন নিগ্রহ করা, কুপ্রস্তাব দেওয়া এবং কটু মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফৈয়াজ। তাকে ওই পানশালার বাইরে থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতের বাড়ি ওই থানা এলাকাতেই। ধৃতকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী তরুণী শুক্রবার রাতে মধ্য কলকাতার একটি পানশালায় গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরা। সেখানে ছিল অভিযুক্ত এবং তার সঙ্গীরা। অভিযোগ, প্রথম থেকেই ওই তরুণীকে লক্ষ্য করে কটু এবং কদর্য ভাষায় কথা বলতে থাকে অভিযুক্ত যুবক। এমনকি, এক সময়ে পানশালার ভিতরেই ওই তরুণীকে যৌন নিগ্রহ করে সে এবং কুপ্রস্তাব দেয়। অভিযোগ, প্রতিবাদ করলে বেপরোয়া হয়ে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, পানশালার মধ্যে ওই ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে হাজির হয় টহলদারি পুলিশের দল। পুলিশকে অভিযোগ জানান ওই তরুণী। তার পরে পুলিশ ওই যুবককে আটক করলে সে পুলিশকর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করতে থাকে বলে অভিযোগ। এমনকি, হুমকিও দেয়। এর পরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)