Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ন’মাস পরে ফের তৃণমূল ভবনে শঙ্কু

সারদা-কাণ্ডে দু’বার সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পর থেকেই ‘অজ্ঞাতবাসে’ চলে গিয়েছিলেন তিনি। প্রায় ন’মাস বাদে শনিবার তপসিয়ার তৃণমূল ভবনে ফের দেখা গেল দলের প্রাক্তন ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডাকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০৩:১৫
Share: Save:

সারদা-কাণ্ডে দু’বার সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পর থেকেই ‘অজ্ঞাতবাসে’ চলে গিয়েছিলেন তিনি। প্রায় ন’মাস বাদে শনিবার তপসিয়ার তৃণমূল ভবনে ফের দেখা গেল দলের প্রাক্তন ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডাকে। গত ফেব্রুয়ারিতে সিবিআই তাঁকে তলব করার পরেই তৃণমূলের সব পদ থেকে শঙ্কুকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তৃণমূল ভবনেই থাকতেন শঙ্কু। সেখান থেকেও বের করে দেওয়া হয় তাঁকে। এ দিন তৃণমূল ভবনে গিয়ে শঙ্কু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী এবং সহ-সভাপতি মুকুল রায়ের সঙ্গে দেখা করেন। স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে, তবে কি ফের স্বমহিমায় ফিরছেন ‘শঙ্কু স্যার’! যদিও শঙ্কুর বক্তব্য,‘‘আমি এমনিই এসেছি।’’

কিন্তু তাঁর ‘এমনি’ আসাটাকেও ভাল ভাবে নিচ্ছেন না দলের অনেকেই। বরং দলের এক নেতার আশঙ্কা, ‘‘কাল যে আবার সিবিআই ওকে ডাকবে না, তারই বা নিশ্চয়তা কোথায়! হয়তো সেই ভয়েই দলে আশ্রয় জোটাতে ফের ঘুরঘুর করতে শুরু করেছে শঙ্কু।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shankudeb Panda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE