Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গরু চরিয়ে স্কুলের স্বপ্ন! জুটল মারধর

রাতে ‘মালিকের’ চোখে ধুলো দিয়ে পালিয়েছিল ছেলেটা! না হলে জানাই যেত না, এই ক’বছর কী নির্যাতন সহ্য করেছে তাকে। কী ভাবে কার্যত ‘দাস’-এর জীবন কাটাতে হয়েছে। সব জেনে অবাক বাঁকুড়া চাইল্ড লাইনের আধিকারিকেরা।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:১৪
Share: Save:

রাতে ‘মালিকের’ চোখে ধুলো দিয়ে পালিয়েছিল ছেলেটা! না হলে জানাই যেত না, এই ক’বছর কী নির্যাতন সহ্য করেছে তাকে। কী ভাবে কার্যত ‘দাস’-এর জীবন কাটাতে হয়েছে। সব জেনে অবাক বাঁকুড়া চাইল্ড লাইনের আধিকারিকেরা।

বছর দশ-এগারোর ছেলেটির উপরে নির্যাতনের অভিযোগ যাঁর বিরুদ্ধে, তিনি বেসরকারি হোমের সঙ্গে যুক্ত। তাঁর দু’টি ছেলেও রয়েছে। হেতাশুড়া এলাকার ওই বাসিন্দা পুলিশ ও চাইল্ড লাইনের কাছে দাবি করেছেন, ২০০৯ সালে পুরুলিয়ার রামকানালি রেল স্টেশন থেকে তিনি বছর তিনেকের একটি শিশুকে কুড়িয়ে পান। সোম নামে শিশুটিকে বাড়িতে রাখেন তিনি। ২৪ ফেব্রুয়ারি সোম চুপিচুপি পালায়। চাঁদরা গ্রামে, দুলাল টুডুর বাড়িতে আশ্রয় পায় সে। মঙ্গলবার সোমকে নিয়ে ছাতনা থানায় যান তিনি। চাইল্ড লাইন তাকে উদ্ধার করে বাঁকুড়ায় আনে। রাতেই শিশু কল্যাণ কমিটির কাছে সোমকে পেশ করে হোমে পাঠানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child Line Boy Boss Study School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE