অবৈধ নির্মাণের অভিযোগ সংক্রান্ত মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্ট আগাম জামিন দিল বিজেপি নেতা তথা শিল্পপতি শিশির বাজোরিয়াকে। শিশিরবাবুর একটি অফিসে বেআইনি নির্মাণের অভিযোগে বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। শিশিরবাবু যদিও জানিয়েছিলেন, ওই ব্যাপারে কলকাতা পুরসভার নির্দেশ মেনে আগেই নির্মাণকাজ ভেঙে ফেলেছিলেন। ওই মামলায় আগাম জামিনের জন্য শিশিরবাবু হাইকোর্টে আবেদন করেন। বিজেপি সূত্রের খবর, বিচারপতি নাদিরা পাথেরিয়া পুলিশকে অতি সক্রিয়তার জন্য ভর্ৎসনা করে শিশিরবাবুর জামিন মঞ্জুর করেছেন।