Advertisement
২০ এপ্রিল ২০২৪
Coronavirus in Bengal

বাংলায় সামান্য বেড়েছে করোনা সংক্রমণ, কেন্দ্রীয় বৈঠকের পর জানালেন রাজ্যের স্বাস্থ্যসচিব

শুক্রবার করোনা নিয়ে কেন্দ্রের বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সেই বৈঠকে করোনা নিয়ে সমস্ত রাজ্যকেই সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

slight rise in covid casese in West Bengal

রাজ্য আগাম প্রস্তুতি তৈরি রাখছে, বলে আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ২০:৫১
Share: Save:

রাজ্যে করোনা সংক্রমণ সামান্য বেড়েছে বলে জানালেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। দেশে গত কয়েক সপ্তাহ ধরেই করোনা সংক্রমণ প্রতিদিন লাফ দিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অবস্থা কী, তা নিয়ে কৌতূহল বাড়ছিল। শুক্রবার সেই প্রশ্নের জবাব মিলল। স্বাস্থ্যসচিব জানালেন, করোনা সংক্রমণ খুবই অল্প পরিমাণে বেড়েছে রাজ্যে। কিছু কিছু করোনারোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ঠিকই। তবে এই রোগীদের প্রত্যেকেরই কোমর্বিডিটি ছিল অর্থাৎ তাঁরা করোনার আগে অন্য রোগে আক্রান্ত ছিলেন। নারায়ণ অবশ্য একইসঙ্গে জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যও করোনা চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামোতে নজর দিচ্ছে।

ভারতে হঠাৎই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত কয়েক দিন দৈনিক সংক্রমণের সংখ্যা হাজারেরও বেশি বেড়েছে। মহারাষ্ট্র এবং দিল্লির মতো রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। অন্য দিকে রাজ্যের স্বাস্থ্যভবন সূত্রে খবর, বাংলায় দৈনিক গড়ে ২৫-৩০ জন করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে শুক্রবার করোনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে কেন্দ্র। সেই বৈঠকে রাজ্যের তরফে হাজির ছিলেন স্বাস্থ্যসচিব। বৈঠকের পরে তিনিই রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে সাম্প্রতিক তথ্য দেন। স্বাস্থ্যসচিব বলেন, ‘‘রাজ্যে করেনা সামান্যই বেড়েছে। তবে রাজ্যে আগাম প্রস্তুতি রাখা হয়েছে। হাসপাতালে কোভিড চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি-সহ অন্যান্য বিষয়ে যথাযথ প্রস্তুতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’’

শুক্রবার কেন্দ্রের বৈঠকে অবশ্য করোনা নিয়ে সমস্ত রাজ্যকেই সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১০-১১ এপ্রিল সমস্ত রাজ্যের সব হাসপাতালে করোনা সংক্রান্ত মক ড্রিল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে করোনার পরীক্ষা, টিকাকরণ এবং জিনোম সিকোয়েন্সিং সংক্রান্ত গবেষণাতেও জোর দিতে বলেছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus bengal COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE