Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ছিনতাইয়ে গণপিটুনি

চলন্ত ট্রেনে ব্যক্তির পকেট থেকে কয়েক হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে পেটাল জনতা। পরে রেল পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ-রানাঘাট শাখার গোপালনগর রেল স্টেশনের কাছে।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০১:২৭
Share: Save:

চলন্ত ট্রেনে ব্যক্তির পকেট থেকে কয়েক হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে পেটাল জনতা। পরে রেল পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ-রানাঘাট শাখার গোপালনগর রেল স্টেশনের কাছে। রেল পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অজিত সিংহ। তল্লাশি করার পর তার কাছ থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার হয়েছে। বনগাঁ জিআরপি জানিয়েছে, এ দিন সকালে রানাঘাটে যাবেন বলে এক ফুল ব্যবসায়ী বনগাঁ থেকে ট্রেনে চাপেন। অভিযোগ, ট্রেন গোপালনগর স্টেশনে ঢোকার আগে অজিত ওই ব্যবসায়ীর প্যান্টের পকেটে থেকে পাঁচ হাজার টাকা তুলে নেয়। এরপরেই সে দ্রুত স্টেশনে নেমে পালানোর চেষ্টা করে। ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা অন্য এক ব্যক্তি তাকে ধাওয়া করেন। স্থানীয় লোকজনও জড়ো হয়। তারাও ওই যুবকের পিছু নেয়। বেগতিক বুঝে ওই যুবক একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। স্থানীয় এক মহিলা তা দেখতে পান। তিনিই সকলকে জানান। এরপরেই জনতা ওই যুবককে মারধর করে। খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তাকে উদ্ধার করে। পরে বনগাঁ জিআরপি তাকে গ্রেফতার করেছে। উনিশ বছরের অজিতের কোনও নির্দিষ্ট ঠিকানা নেই। শিয়ালদহ স্টেশনে আবার কখনও বনগাঁ স্টেশনে সে থাকে। জিআরপি জানতে পেরেছে, ওই যুবক হেরোইনে আসক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE