বিজেপি ছেড়ে তাঁর পুরনো দল কংগ্রেসে ফিরলেন সমাজকর্মী সুদীপ্তা রায়চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে শনিবার দলের রাজ্য দফতর বিধান ভবনে এসে সুদীপ্তা দলবদল করলেন। তিনি বলেছেন, “দেখলাম হাজার অনুরোধ সত্ত্বেও আর জি কর-কাণ্ডে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার প্রমাণিত হল, বিজেপি ও আরএসএসের পালিতা কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়তে হলে আর বিজেপিতে থাকা যাবে না।” আর শুভঙ্কর বলেছেন, “রাজ্য ও দেশে যে ভাবে নারীর অসম্মান হচ্ছে, তাতে সুদীপ্তার মনে হয়েছে কংগ্রেসই একমাত্র মঞ্চ, যেখানে থেকে তিনি প্রতিরোধকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারবেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)