Advertisement
E-Paper

শিলিগুড়িতে তৃণমূল নেত্রীর ছেলেকে পিটিয়ে খুন, আটক ৩ অভিযুক্ত

পিকনিকে গোলমালের জেরে পুলিশের সামনেই এক তৃণমূল নেত্রীর ছেলেকে বাটাম দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর মোড় লাগোয়া এলাকার ঘটনা। মারধরের জেরে জখম হয়েছেন আরও ২ যুবক। পুলিশ জানায়, নিহত যুবকের নাম পার্থ রায়(২১)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৬ ১৯:৫০

পিকনিকে গোলমালের জেরে পুলিশের সামনেই এক তৃণমূল নেত্রীর ছেলেকে বাটাম দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর মোড় লাগোয়া এলাকার ঘটনা। মারধরের জেরে জখম হয়েছেন আরও ২ যুবক। পুলিশ জানায়, নিহত যুবকের নাম পার্থ রায়(২১)। তিনি শিলিগুড়ির সূর্যসেন কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার মা পপিদেবী শিলিগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের পরিচিত তৃণমূল নেত্রী। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। যাঁরা আশিঘর এলাকার তৃণমূল কর্মী বলে বাসিন্দাদের একাংশের দাবি। অন্য দু’জন জখম দীপজ্যোতি সেনের মাথায় আঘাত রয়েছে। অপরজন বিবেক সরকারের ডান হাত গুরুতর জখম। তাঁরা অভিযোগ করেছেন, খুনের ঘটনায়। এক সিভিক ভলান্টিয়ারও জড়িত ছিল।

এলাকার অনেকেরই অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীদের একাংশকে সামনে রেখে আশিঘর সহ বিস্তীর্ণ এলাকায় তোলাবাজি চালান পাঁড়ির পুলিশের একাংশ। বাসিন্দাদের একাংশের আরও অভিযোগ, ফাঁড়ির কয়েকজনের মদতেই ক্রমশ বেপরোয়া হয়ে ওঠা ওই তৃণমূল কর্মীরা ছোটখাট বচসার পরে পুলিশের সামনেই দলেরই পুর এলাকার এক নেত্রীর ছেলেকে পিটিয়ে মারার সাহস পেয়েছেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার বলেন, ‘‘পিকনিক স্পটে যাতে গোলমাল না হয়, সে জন্য পুলিশ টহল দেয়। এ ক্ষেত্রেও তো পুলিশ ছিল। সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে।’’

শিলিগুড়ির মেয়র ততা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা। য়াঁরা পিটিয়ে মেরেছেন তাঁদের কড়া শাস্তি দিতে হবে। আমাদের কাছে এলাকার অনেকে অবিযোগ করেছেন, তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা সত্যি হলে তো ভযঙ্কর দিকে চলে যাবে পরিস্থিতি।’’

যা শোনার পরে তৃণমূলের জেলা সভাপতি রঞ্জনবাবুর অভিযোগ, ‘‘অশোক ভট্টাচার্য মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। যে মারা গিয়েছে সে আমার ভাইয়ের মতো। তা নিয়ে অসভ্যের মতো কথাবার্তা বলছেন। আশিঘরের মানুষ তাতে ক্ষুব্ধ। কারণ, সকলে জানেন, আমরাও দোষীদের গ্রেফতার করে সাজা দেওয়ার দাবিতে সরব হয়েচি।’’ এর পরে তাঁর সংযোজন, ‘‘এখন কিছু হলেই তৃণমূলের নাম জড়ানোর চেষ্টা হয়। যুযুধান দুপক্ষই তৃণমূল বলে দাবি করে থাকে। এর বেশি কী বলব!’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির অধীনে ফকদইবাড়ি এলাকায় পিকনিকে গিয়েছিলেন সুভাষপল্লি-বাগরাকোট-ডাবগ্রাম এলাকার জনা ২০ যুবক। শহরের একদম কাছে হওয়ায় বাইকেই পিকনিকে গিয়েছিলেন তাঁরা। পিকনিকে স্থানীয় কিছু যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিবেক। তাঁকে মারধরও করে এলাকার পাঁচজন যুবক। তাঁকে বাঁচাতে এগিয়ে যান বাকি বন্ধু্রা। তাঁরাও পাল্টা মারে অভিযুক্তদের। এরপরেই সংখ্যায় কম থাকায় তখনকার মত এলাকা ছেড়ে চলে যায় তারা। পরে বিকেল পাঁচটার পরে পিকনিক সেরে বাকিরা ফিরে গিয়েছিলেন। একটি বাইকে একসঙ্গে ছিলেন পার্থ, বিবেক ও দীপজ্যোতি। বাইকটি দীপজ্যোতির। তিনিই চালাচ্ছিলেন। সেই সময় আশিঘর ফাঁড়ির কাছেই তাঁদের লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে এলাকার জনা ২০-২৫ যুবক।

জখম দীপজ্যোতি বলেন, ‘‘মাথায় পাথরের আঘাত লাগায় আমি বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাই। এরপরেই কাঠের বাটাম, বাঁশ নিয়ে আমাদের আক্রমণ করে।’’ তাঁদেরই এক সঙ্গী দীপায়ন বণিকের অভিযোগ, ‘‘আমরা বিবেকের ফোন পেয়ে ছুটে যাই। আমরাই ঘটনাস্থল থেকে তাদের প্রথমে শিলিগুড়ি হাসপাতালে ও পরে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। নার্সিংহোমেই ভোর চারটেয় তাঁর মৃত্যু হয়েছে। নিহতের বাবা মাধবচন্দ্র রায় পেশায় গাড়িচালক। তিনি বলেন, ‘‘আমি ছেলের পিকনিক যাওয়ার ব্যপারে কিছুই জানতাম না। সন্ধ্যা ৭ টায় খবর পাই। কারা তাঁকে মারধর করেছে বলে শুনি। সরাসরি হাসপাতালে গিয়েই তাকে দেখি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy