Advertisement
১৭ মে ২০২৪
Calcutta High Court

‘পুজোর আগে একটু স্বস্তি দিন’, জামিন চেয়ে আবেদন মানিকপুত্রের, হাই কোর্টে স্থগিত রায়দান

নিয়োগ মামলায় গত ফেব্রুয়ারি মাসে মানিকের স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিক আত্মসমর্পণ করেছিলেন। দু’জনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।

Souvik Bhattacharya son of Manik Bhattacharya asks for bail before Durga Puja

(বাঁ দিকে) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তাঁর পুত্র শৌভিক ভট্টাচার্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১৯:৩৩
Share: Save:

পুজোর আগে স্বস্তি চেয়ে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন জানালেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিক ভট্টাচার্য। উচ্চ আদালতে তাঁর আবেদনের শুনানি শেষ হয়েছে। তবে রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করা হতে পারে।

নিয়োগ মামলায় গত ফেব্রুয়ারি মাসে মানিকের স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিক আত্মসমর্পণ করেছিলেন। দু’জনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ইডি তাঁদের গ্রেফতার করেনি। শতরূপা জামিন পেয়ে গিয়েছেন আগেই। শৌভিকের জামিন এখনও আদালতে মঞ্জুর হয়নি।

বৃহস্পতিবার আদালতে শৌভিকের আইনজীবী জিষ্ণু সাহা জানান, হেফাজতে নেওয়ার পর থেকে আট মাসে মাত্র এক বার তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ক্লাবের মাধ্যমে

টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা-ও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন শৌভিকের আইনজীবী। এই যুক্তি দেখিয়ে পুজোর আগে অন্তত কিছুটা স্বস্তির জন্য জামিনের আবেদন জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, মানিকের স্ত্রী শতরূপার অ্যাকাউন্টে অভিযোগের টাকা পাওয়া যায়নি। কিন্তু এ ক্ষেত্রে মামলাকারী কিছু কলেজের সঙ্গে যুক্ত। সেখানে টাকাও নেওয়া হয়েছিল। সে দিকগুলি বিচার করা প্রয়োজন। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE