Advertisement
০৫ মে ২০২৪

লন্ডনে, তাই ইডি-তে এলেন না মেয়র-পত্নী

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মেয়েকে সঙ্গে নিয়ে তিনি অগস্টের প্রথম সপ্তাহেই লন্ডনে চলে গিয়েছেন। তখনও মেয়রকে জেরা করেনি ইডি। লন্ডনে বসেই তিনি জানতে পারেন যে মেয়র তাঁর নাম বলায় ইডি ডেকে পাঠিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৫৬
Share: Save:

ইডি-র কাছে এলেন না কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্নাদেবী। সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু রবিবার সন্ধ্যায় ইডি-কে ই-মেল করে রত্নাদেবী জানিয়ে দিয়েছেন, অসুস্থতার কারণে তিনি এখন হাজিরা দিতে পারবেন না। মাস খানেক সময় চেয়েছেন তিনি।

নারদ কেলেঙ্কারিতে উঠে এসেছে মেয়রের নাম। নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়ে তিনি তোয়ালেতে মুড়ে সরিয়ে রাখছেন, এমন ছবিও প্রকাশ্যে এসেছে। তদন্তে নেমে তাঁকে ডেকে পাঠায় সিবিআই ও ইডি। এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি তিনি। কিন্তু ইডি তিন বার ডেকে পাঠানোর পরে ১০ অগস্ট তিনি সল্টলেকে তাদের দফতরে গিয়েছিলেন। ইডি সূত্রে জানা গিয়েছে— সে দিন জেরার মুখে শোভনবাবু জানিয়েছেন, তাঁর যাবতীয় টাকা পয়সার হিসেব ও ব্যবসা দেখেন স্ত্রী রত্নাদেবী । তিনি এ সবের খোঁজ রাখেন না।

মেয়রের এই বয়ানের পরে রত্নাদেবীকে ডেকে পাঠায় ইডি। সোমবারেই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মেয়েকে সঙ্গে নিয়ে তিনি অগস্টের প্রথম সপ্তাহেই লন্ডনে চলে গিয়েছেন। তখনও মেয়রকে জেরা করেনি ইডি। লন্ডনে বসেই তিনি জানতে পারেন যে মেয়র তাঁর নাম বলায় ইডি ডেকে পাঠিয়েছে।

আরও পড়ুন: সুলতান প্রয়াত, মৃত্যু ঘিরে বিতর্ক

সোমবার বিকেলে লন্ডন থেকে ফোনে রত্নাদেবী জানান, দীর্ঘদিন ধরে কোলন (বৃহদন্ত্রের শেষ ভাগ)-এর সমস্যায় তিনি ভুগছেন। কলকাতায় চিকিৎসা করাচ্ছিলেন। এর মধ্যে নারদ নিয়ে মেয়রের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে পারিবারের সকলের উপরেই মানসিক চাপ বাড়তে থাকে। এমনকী, কলকাতা পুলিশের কাছে ম্যাথুর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন রত্নাদেবী।

সোমবার তিনি বলেছেন, ‘‘ওই চাপে আমার শরীর খারাপ আরও বেড়ে যায়। লন্ডনে চিকিৎসা করানোর পরামর্শ দেন কলকাতার চিকিৎসকেরাই। এখানে গত এক মাসে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে।’’ রত্নাদেবী জানিয়েছেন— শুধু কোলনের সমস্যাই নয়, তার সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তাল্পতা এবং মানসিক অবসাদেও ভুগছেন তিনি। চিকিৎসকেরাই পরামর্শ দিয়েছেন, এই অবস্থায় এত দূরের উড়ানে না যেতে। তাই ইডি-র কাছে সময় চেয়েছেন তিনি।

এ দিন রত্নাদেবী জানিয়েছেন, শোভনবাবু বেশির ভাগ সময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন বলে ব্যবসা তাঁকেই দেখতে হয়। তাই ই়ডি ডেকে পাঠানোয় তিনি অবাক হননি। রত্নাদেবী দাবি করেছেন, তিনি যথেষ্ট স্বচ্ছ ভাবেই ব্যবসা করেন। ব্যবসা সংক্রান্ত যে কোনও নথিই দিতে পারবেন। কলকাতায় ফিরে এসে তিনি অবশ্যই ইডি-র সঙ্গে যোগাযোগ করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE