পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট পেশ হবে আগামী ২ ফেব্রুয়ারি। জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় সরস্বতীপুজোর উদ্বোধনের পর এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘‘৩১ জানুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। প্রথম দিন শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি করে দেওয়া হবে। ২ তারিখ রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করবে। এই অধিবেশন চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের এটিই শেষ বাজেট। ফলে সংক্ষিপ্ত বাজেটে কী কী চমক থাকবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২০২১ সালে অন্তবর্তীকালীন বাজেট পেশ না করে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিল রাজ্য সরকার। সেই বাজেট বক্তৃতা পাঠ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কিন্তু এ বার তেমন ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে বাজেটের আগে মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই বিশেষ বাজেট অনুমোদন করিয়ে তা বিধানসভায় পেশ করা হবে। এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে খবর, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বাজেট পেশ করার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। ২০২১ সালে অমিত মিত্র অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অবসর নিলে, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব চন্দ্রিমাকে দেন মমতা।
অন্য দিকে, এই বাজেট অধিবেশন আবার উত্তপ্ত হতে পারে তৃণমূল এবং বিজেপি-র পরিষদীয় দলের সংঘাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র জন্য এ বার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন বসেনি। এই ইস্যুতে তৃণমূল নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপি-কে একাসনে বসিয়ে আক্রমণ করেছে। তাই জবাব, পাল্টা জবাবে বাজেট অধিবেশনের উত্তাপ বাড়তে পারে। পাশাপাশি ছ’দিনের সংক্ষিপ্ত বাজেট অধিবেশনে বেশ কিছু বিল পাশ হতে পারে বলেই মনে করা হচ্ছে।