Advertisement
E-Paper

শনিবার ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করবে এসএসসি, সাত দিন সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট

‘অযোগ্য’দের তালিকা প্রকাশের পাশাপাশি কোন কোন ‘অযোগ্য’ চাকরিপ্রার্থী আবেদন করেছেন এ বারের নিয়োগের জন্য, তার তালিকাও প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১১:২২
সুপ্রিম কোর্টের নির্দেশের পর ‘অযোগ্য’দের তালিকা পর্কাশ করতে চলেছে এসএসসি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর ‘অযোগ্য’দের তালিকা পর্কাশ করতে চলেছে এসএসসি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘অযোগ্য’দের তালিকা প্রকাশ নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তাড়াহুড়ো নয়, যাচাই করে সেই তালিকা প্রকাশ করতে চায় এসএসসি। শনিবার ফের তালিকা যাচাই করবে স্কুল সার্ভিস কমিশন। তার পর প্রকাশ করা হবে সেই তালিকা। এসএসসি সূত্রে এমনই জানানো হয়েছে।

প্রসঙ্গত, নবম-দশমে ৯৯৩ এবং একাদশ-দ্বাদশের ৮১০ জন ‘অযোগ্য’ প্রার্থী চাকরি পেয়েছিলেন বলে আদালতে জানিয়েছিল এসএসসি। সেই তালিকা প্রকাশের আগে আর‌ও এক বার যাচাই করবে এসএসসি। ‘অযোগ্য’ প্রার্থীদের নাম ও রোল নম্বর দিয়ে শনিবার দুপুর তিনটের পর তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।

‘অযোগ্য’দের তালিকা প্রকাশের পাশাপাশি কোন কোন ‘অযোগ্য’ চাকরিপ্রার্থী আবেদন করেছেন এ বারের নিয়োগের জন্য, তার তালিকাও প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি সূত্রে খবর, নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগের জন্য অযোগ্য প্রার্থীদের তরফে একাধিক আবেদন এসেছে। তাঁদের নাম-সহ বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করে জানানো হবে তাঁরা পরীক্ষায় বসার যোগ্য নন। ইতিমধ্যেই ‘অযোগ্য’দের তালিকা সঙ্গে আবেদনকারী অযোগ্যদের নাম মিলিয়ে দেখা হচ্ছে। তা চূড়ান্ত হলে শনিবার তালিকা প্রকাশ করবে এসএসসি।

আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষা হবে। শুক্রবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ, ‘দাগি’ অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। সে বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি কর্তৃপক্ষকেই।

‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে। দু’দিন আগেই এসএসিকে এমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কমিশনের উদ্দেশে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের মন্তব্য, “আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে। প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব।” দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, “দাগি (টেন্টেড) অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি। তার পরেও কেন তালিকা প্রকাশ হল না?” এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন জানান, সাত দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত (রেকর্ড) করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে সাত দিন সময় দেওয়া হল তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না-হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

SSC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy