গাজ়ায় হামাসের কবল থেকে শেষ পণবন্দির দেহ উদ্ধারের দাবি করল ইজ়রায়েলি সেনা। ওই ইজ়রায়েলি নাগরিককে ২০২৩ সালের ৭ অক্টোবর রাতে হামলাকারী প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাস অপহরণ করেছিল বলে তেল আভিভের দাবি।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নিহতের নাম রান গভিলি। ২৪ বছর বয়সী ওই ব্যক্তি ইজ়রায়েলি পুলিশ বাহিনীর একজন সার্জেন্ট ছিলেন। তাঁর দেহ উদ্ধারের অভিযান চালানোর সময়ও ইজ়রায়েলি সেনা এবং হামাসের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ বাধে। তুমুল লড়াইয়ের পরে উদ্ধার করা হয় দেহ। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট সূত্র মারফত খবর আসার পরে রবিবার থেকে গভিলির দেহের সন্ধান শুরু হয়েছিল।\
আরও পড়ুন:
২০২৩ সালের ৭ অক্টোবর রাতেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে তেল আভিভের অনুমান। যদিও হামাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইজ়রায়েলি সেনার হামলাতেই শেষ পণবন্দির দেহ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল। দেহ উদ্ধারে ইজ়রায়েলকে আমরা তথ্য দিয়ে সহায়তা করেছি।’’ ২০২৩ সালের হামাস-হানার জবাব দিতে এখনও পর্যন্ত গাজ়ায় প্রায় ৭১ হাজার প্যালেস্টাইনি মুসলিমকে খুন করেছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী। ভূমধ্যসাগরের তীরবর্তী ৩৬৫ বর্গকিলোমিটারের ভূখণ্ডের প্রায় সমস্ত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাণিজ্য পরিমাঠামো ধূলিসাৎ করেছে তারা।