নিয়োগ দুর্নীতি-কাণ্ডে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের একাংশ শনিবার রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা জানালেন। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য শমীকের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, এ দিনই আর জি করের নিহত ডাক্তারি ছাত্রীর বাবা-মা’কে পাশে নিয়ে তাঁরা আগামী ৯ অগস্ট পতাকা ছাড়া ‘নবান্ন অভিযানে’র অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদল এ দিন বিধাননগরে রাজ্য বিজেপির দফতরে গিয়ে শমীকের সঙ্গে দেখা করেছে। এক চাকরিহারা শিক্ষকের বক্তব্য, “চাকরি ফিরে পাওয়ার জন্য দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান বিরোধী দল-সহ অন্য রাজনৈতিক দলগুলির সহায়তা ছাড়া আমরা পেরে উঠব না।” শমীক জানিয়েছেন, চাকরিহারা শিক্ষকদের বার্তা তিনি মোদীর কাছে পৌঁছে দেবেন।
এ দিকে, বিরোধী দলনেতা আর জি করে নিহত ছাত্রীর বাড়িতে গিয়েছিলেন। শুভেন্দুর সঙ্গে ছিলেন দলের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী। দক্ষিণ কলকাতা আইন কলেজের গণধর্ষণ-কাণ্ডের পরেই নিহত ডাক্তারি ছাত্রীর বাবা-মা যাতে পতাকা ছাড়া নবান্ন অভিযানের ডাক দেন, সেই আহ্বান জানিয়েছিলেন বিরোধী দলনেতা। নিহত ছাত্রীর বাবা-মা’কে পাশে নিয়ে এ দিন শুভেন্দু বলেছেন, “চিকিৎসক বোনের মা বলেছেন, ৯ অগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযান এবং নাগরিক সমাজের (অভয়া মঞ্চ) ডাকে ১৪ অগস্ট ‘রাত দখল’ হোক। যাঁদের মান ও হুঁশ আছে, সকলেই নবান্ন অভিযানে যোগ দেবেন। ওঁরাও (নিহত ছাত্রীর বাবা-মা) সেখানে থাকবেন।” প্রসঙ্গত, গত বছর ৯ অগস্ট তারিখেই আর জি কর থেকে ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল। শুভেন্দু জানিয়েছেন, গত বারের মতো এ বারেও নবান্ন অভিযানের ব্যবস্থাপনায় থাকবে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’।
ঘটনাচক্রে, বিজেপির সাংবাদিক সম্মেলন এত দিন যেখানে হয়েছে, তার পিছনে ব্যানারে প্রধানমন্ত্রী মোদী, জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা, রাজ্য সভাপতির ছবি দেখা যেত। শমীকের এ দিনের সাংবাদিক সম্মেলনে নেপথ্যে ছিল শুধু দলের নাম ও প্রতীক। দলীয় দফতরে বিরোধী দলনেতার ছবিও কার্যত দেখা যায়নি। এই প্রসঙ্গে শমীকের বক্তব্য, “ব্যক্তির থেকে দল আর দলের থেকে দেশ বড়, বিজেপি এই ধারণায় বিশ্বাসী। আর বিরোধী দলনেতা শুধু বিজেপি নয়, তৃণমূলেরও হৃদয়ে রয়েছেন! তৃণমূলের নেতারা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ওঁর নাম জপ করেন।” এর সঙ্গেই রাজ্যের স্পষ্ট জমি-নীতি, শিল্পে বিনিয়োগের কোনও দিশা নেই বলে এ দিন ফের কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)