Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কুকুর কাণ্ডের জের, বদলি এসএসকেএম অধিকর্তা

কুকুর কাণ্ডে অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বদলি করা হল এসএসকেএম হাসপাতালের অধিকর্তা প্রদীপ মিত্রকে। তৃণমূলের চিকিত্সক নেতা নির্মল মাজির আবদার মেনে এসএসকেএম হাসপাতালে ওই নেতার এক ঘনিষ্ঠ আত্মীয়ার কুকুরের ডায়ালিসিস করার জন্য অনুমদন দিয়েছিলেন প্রদীপবাবু। তাঁর কাছে এই অনুমদন চান নেফ্রলজি বিভাগের প্রধান রাজেন পাণ্ডে। কিন্তু বিভাগীয় এক চিকিত্সকের আপত্তিতে শেষ পর্যন্ত ওই অস্ত্রপচার আটকে যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ২২:০৯
Share: Save:

কুকুর কাণ্ডে অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বদলি করা হল এসএসকেএম হাসপাতালের অধিকর্তা প্রদীপ মিত্রকে। তৃণমূলের চিকিত্সক নেতা নির্মল মাজির আবদার মেনে এসএসকেএম হাসপাতালে ওই নেতার এক ঘনিষ্ঠ আত্মীয়ার কুকুরের ডায়ালিসিস করার জন্য অনুমদন দিয়েছিলেন প্রদীপবাবু। তাঁর কাছে এই অনুমদন চান নেফ্রলজি বিভাগের প্রধান রাজেন পাণ্ডে। কিন্তু বিভাগীয় এক চিকিত্সকের আপত্তিতে শেষ পর্যন্ত ওই অস্ত্রপচার আটকে যায়। স্বাস্থ্যভবন সূত্রের খবর, ওই ঘটনায় খুব্ধ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই স্বাস্থ্যসচিব মলয় দে কে ডেকে পাঠিয়ে প্রদীপবাবুকে অবিলম্বে বদলি করার নির্দেশ দেন। মঙ্গলবারই তড়িঘড়ি প্রদীপবাবুকে বদলির চিঠি ধরানো হয়। তাঁকে সাত বছর এসএসকেএম-এর অধিকর্তা পদে থাকা প্রদীপবাবুকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের পদে বদলি করা হয়। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। এ দিন বিকেলেই তিনি নতুন দায়িত্বে যোদ দিয়েছেন। কোরপান শাহ নামে এক দিন মজুরকে পিটিয়ে খুনের ঘটনায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আড়াল করার অভিযোগ উঠেছিল মঞ্জু দেবীর বিরুদ্ধে। প্রদীপবাবুর বদলি এবং তাঁর যায়গায় মঞ্জু দেবীর নিয়োগকে স্রেফ রুটিন বদলি বলে সরকারিভাবে জানানো হলেও, তৃণমূলের চিকিত্সক নেতাদের একাংশের অভিযোগ, কোরপান শাহ কাণ্ডে তৃণমূল ছাত্রপরিষদের আড়াল করার পুরস্কার পেলেন মঞ্জুদেবী। অন্যদিকে মুখ্যমন্ত্রীর অতি ঘণিষ্ঠ নির্মল মাজি ও রাজেন পাণ্ডেকে বাঁচাতে কোপ পড়ল প্রদীপ মিত্রের উপরে। তৃণমূলের এক চিকিত্সক নেতা বলেন, “এই বদলির ফলে চিকিত্সকদের কাছে ভুল বার্তা পৌঁছল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE