Advertisement
E-Paper

পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ান, নির্দেশ অনুব্রতের

অনুব্রত এ দিন জানিয়ে দেন, ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে ব্লক সভাপতিদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৪:২৪
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

ভিন্ রাজ্যে কাজ করতেন তাঁরা। লকডাউনে রুজি খুইয়ে অশেষ দুর্ভোগ মাথায় নিয়ে নিজেদের গ্রামে ফিরেছেন। এ দিকে, সংসার চালাতে টাকা চাই। তার জন্য কাজ চাই। কিন্তু, করোনা-ভীতির আবহে পরিযায়ী শ্রমিকদের কাজ পেতে খুবই সমস্যা হচ্ছে। এই অবস্থায় তাঁদের কাজে লাগানো এবং নিয়মিত তাঁদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দলের ব্লক সভাপতিদের উদ্দেশে তাঁর এই নির্দেশ।

বুধবার বোলপুরের নিচুপট্টি এলাকায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘এখনও জেলার বহু শ্রমিক ভিন্ রাজ্যগুলিতে আটকে রয়েছেন। কয়েক হাজার শ্রমিক জেলায় ফিরেওছেন। কিন্তু, করোনা সংক্রমণের ভয়ে এই মুহূর্তে কেউ তাঁদের কোনও ধরনের কাজে লাগাতে চাইছেন না। বাড়ি ফিরে আসার পরেও কাজ না মেলায় পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলি সমস্যায় পড়েছেন।’’

অনুব্রত এ দিন জানিয়ে দেন, ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে ব্লক সভাপতিদের। অনুব্রতের কথায়, ‘‘আমার জেলার ১৯টি ব্লক সভাপতি এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রামের ব্লক সভাপতিদের বলে দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের কাজে লাগাও, তাঁদের খোঁজখবর নাও। তাঁদের কাছে যদি খাবার না থাকে, খাবারের ব্যবস্থা করো।’’

প্রশাসন সূত্রেও খবর, লকডাউনের জেরে জেলায় ফিরে আসা শ্রমিকদের কাজ পাওয়া নিয়ে সত্যিই সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কাজ পেতে ১০০ দিন কাজের প্রকল্পে যুক্ত হতে চেয়ে জেলার বিভিন্ন পঞ্চায়েতে জবকার্ডের আবেদন করছেন পরিযায়ী শ্রমিকেরা। তেমনই কিছু শ্রমিককে ১০০ দিনের কাজ দিতে উদ্যোগী হয়েছে বোলপুর-শ্রীনিকেতন ব্লকের রূপপুর গ্রাম পঞ্চায়েত। আজ, বৃহস্পতিবার থেকে ওই পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

রূপপুর পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সংসদ মিলিয়ে প্রায় ২০০ জন পরিযায়ী শ্রমিক ভিন্ রাজ্যে কাজে গিয়েছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত জনা ৭০ শ্রমিক বিভিন্ন গ্রামে ফিরে এসেছেন। প্রশাসনের তরফে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে সরকারি নিভৃতবাসে রাখা হয়েছে। এঁদের মধ্যে অনেকেরই করোনার রিপোর্ট নেগেটিভ আসায় নিভৃতবাস থেকে বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, বাড়ি ফিরে আসার পরেও কাজ না মেলায় ওই সমস্ত দিন আনা দিন খাওয়া পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি সমস্যার মধ্যে পড়েছে। সংসার চলবে কী ভাবে তা ভেবে পাচ্ছেন না তাঁরা।

এই অবস্থায় নিভৃতবাস থেকে ছাড়া পাওয়া মোলডাঙ্গা সংসদের ৮ জন পরিযায়ী শ্রমিককে বৃহস্পতিবার থেকে ওই এলাকায় ১০০ দিনের কাজে লাগানো হচ্ছে। পরবর্তীতে আরও যাঁরা ১৪ দিন নিভৃতবাসে থাকার পরে ছাড়া পাবেন, তাঁ ১০০ দিনের কাজে লাগানো হবে। রূপপুরের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার বলেন, ‘‘সংক্রমণের ভয়ে ভিন্ রাজ্য থেকে গ্রামে ফিরে আসা শ্রমিকদের কেউ কাজে লাগাতে চাইছেন না। তাই প্রশাসনের নির্দেশে পঞ্চায়েতের তরফ থেকে তাঁদেরকে দিয়ে ১০০ দিনের বিভিন্ন কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ বিডিও শেখর সাঁই বলেন, ‘‘যে সমস্ত পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, আপাতত তাঁদেরকে দিয়েই দূরত্ব-বিধি মেনে ১০০ দিনের প্রকল্পের কাজ করানো হবে।’’ কাজ পাওয়ার আশায় খুশি মোলডাঙার ওই পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের কথায়,‘‘হাতে কাজ না থাকায় সংসার চালাতে পারছি না। এমন সময় ১০০ দিনের কাজ দেওয়ায় আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ।’’

Coronavirus Health Covid-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy