Advertisement
E-Paper

তাজপুর-রঘুনাথপুর আর্থিক করিডর তৈরিতে ২০০ একর জমি দেবে রাজ্য! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত মমতার

পরিকাঠামোগত উন্নয়নের বিষয়টি আলোচনার পাশাপাশি রাজ্যের সমস্ত লজিস্টিক্‌স ব্যবসাকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। এ ছাড়া, বৈঠকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র ১৫টি শূন্যপদ পূরণের প্রস্তাবও গৃহীত হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৪
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

আর্থিক করিডর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে ২০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। সেখানে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত, তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর আর্থিক করিডর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে মোট ২০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, আগেই শিল্পোন্নয়নের লক্ষ্যে অমৃতসর-ডানকুনি শিল্প করিডরের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে একাধিক আর্থিক করিডর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রঘুনাথপুর-তাজপুর, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-ঝাড়গ্রাম, ডানকুনি-কোচবিহার, জোকা-গুরুভি ও খড়্গপুর-মোরগ্রামে ছ’টি আর্থিক করিডর তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ বার সেই লক্ষ্যের পথে আরও এক ধাপ এগোতে চলেছে রাজ্য।

পরিকাঠামোগত উন্নয়নের বিষয়টি আলোচনার পাশাপাশি রাজ্যের সমস্ত লজিস্টিক্‌স ব্যবসাকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। এ ছাড়া, বৈঠকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র ১৫টি শূন্যপদ পূরণের প্রস্তাবও গৃহীত হয়েছে। প্রসঙ্গত, পুজো-পর্ব মিটে গেলেই রাজ্যে একটি শিল্প সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগে এই তিন সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এক দিকে, লজিস্টিক্‌সকে শিল্পের মর্যাদা দিলে রাজ্যে এই ব্যবসার প্রসার ঘটবে। পাশাপাশি, আর্থিক করিডর তৈরি হলে তা ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করা হবে। কর্মসংস্থান হবে বহু মানুষের। এই তিন সিদ্ধান্তের ফলে রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Mamata Banerjee State Cabinet Cabinet Meeting industry Economic Corridor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy