রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল সরকার। হাই কোর্ট বলেছিল, তাঁর বিরুদ্ধে এফআইআর করতে কোর্টের অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রাজ্যের কৌঁসুলির দাবি, নানা মিটিং-মিছিল সংক্রান্ত কর্মসূচিতে আইন ভেঙেছেন শুভেন্দু। এ দিন বিচারপতি সেনগুপ্ত রাজ্যকে এ ব্যাপারে নতুন করে মামলা দায়ের করতে বলেছেন বলে খবর।
গত ৯ অগস্ট ভারতীয় জাদুঘরের কাছে পুলিশ নবান্ন অভিযানের মিছিল আটকানোর পরে শুভেন্দু বক্তৃতায় কলকাতার নগরপাল মনোজ বর্মার উদ্দেশে আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ। ২০২১-এর বিধানসভা ভোটের পরে তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশ একের পর এক মামলা করায় শুভেন্দু হাই কোর্টের দ্বারস্থ হন। কোর্ট সব মামলায় স্থগিতাদেশ দিয়ে বলেছিল, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)