বরাবরের মতো এ বারও ধর্মঘটের আগে সরকারি কর্মচারীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। একই দিনে পথে নেমে ধর্মঘট সফল করার ডাক দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্রীয় শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি।
কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি সাধারণ ধর্মঘট ডেকেছে ৯ জুলাই, বুধবার। ধর্মঘট সমর্থন করছে সংযুক্ত কিসান মোর্চা। রাজ্যের অর্থ দফতর সোমবার নির্দেশিকা দিয়ে জানিয়েছে, ওই দিন সব সরকারি এবং সরকার অধীনস্থ সব কার্যালয় খোলা থাকবে। সে দিন পূর্ণ বা অর্ধ দিবসের ছুটি গ্রাহ্য করা হবে না। আচমকা হাসপাতালে ভর্তি হওয়া, নিকটাত্মীয়ের মৃত্যু, দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে অনুপস্থিত থাকা, ‘চাইল্ড কেয়ার লিভ’, ‘আর্নড লিভ’ বা চিকিৎসা সংক্রান্ত ছুটিতে থাকলে তা এই নির্দেশিকার আওতায় পড়বে না। তার বাইরে ওই দিন কেউ ছুটি নিলে সংশ্লিষ্টকে শো-কজ় করা হবে। জবাব সন্তোষজনক না-হলে সে দিনের ছুটি গ্রাহ্য হবে না। দেওয়া হবে না ওই দিনের বেতন। এমনকি, ‘ডায়েস নন’ বা কর্মজীবন থেকে ওই দিন বাদ দেওয়া হবে। প্রয়োজনে শৃঙ্খলাজনিত পদক্ষেপও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে নবান্ন।
শ্রম কোড বাতিল, ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন-সহ বিভিন্ন দাবিতে ডাকা ৯ তারিখের সাধারণ ধর্মঘটের সমর্থনে এ দিন ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি এবং সংযুক্ত কিসান মোর্চা। বৃষ্টির মধ্যে মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতোই। রাজ্য সরকারের নির্দেশিকাকে ‘ধিক্কার’ জানিয়ে শ্রমিক নেতৃত্বের বক্তব্য, ‘‘মুখে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বললেও আসলে ভয়ঙ্কর জন-বিরোধী রাষ্ট্রেরই অংশ বাংলার সরকার। তাই বিজেপি-বিরোধী ধর্মঘট ডাকা হলে ‘বিজেপি-বিরোধী’ তৃণমূল কংগ্রেস সরকার নোটিস জারি করে!’’ মিছিলে ছিলেন সিটুর অনাদি সাহু, এআইসিসিটিইউ-র বাসুদেব বসু, এআইটিইউসি-র বিপ্লব ভট্ট, ইউটিইউসি-র দীপক সাহা, এআইইউটিইউসি-র অশোক দাস, সংযুক্ত কিসান মোর্চার অমল হালদার, কার্তিক পাল প্রমুখ। কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতি নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন শ্রমিক-কৃষক নেতৃত্ব। মিছিল থেকে রাজ্যে লাগাতার নারী নির্যাতনের ঘটনারও প্রতিবাদ জানানো হয়েছে।
ধর্মঘটকে সমর্থন করার আহ্বান জানিয়েছে ‘অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি’ও। সমর্থন করেছে সরকারি কর্মী সংগঠনগুলির সংযুক্ত মঞ্চও। জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল-সহ বিভিন্ন দাবি তুলেছে তারা। ‘সেভ এডুকেশন কমিটি’র তরফে তরুণকান্তি নস্কর বলেছেন, “এই ধর্মঘটকে সফল করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, অশিক্ষক-সহ সবার কাছে আহ্বান জানাচ্ছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)