Advertisement
E-Paper

কালবৈশাখীতে লন্ডভন্ড শহরে মৃত্যু, স্তব্ধ ট্রেন-মেট্রোও

পুলিশ সূত্রে খবর, বেহালায় অশোকা সিনেমা হলের সামনে এক জন মোটরবাহক আরোহীর উপর গাছ ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ২০:৫৯
ঝড়ে শহরের বিভিন্ন রাস্তাতেই গাছ ভেঙে পড়ে। ছবি: সুমন বল্লভ।

ঝড়ে শহরের বিভিন্ন রাস্তাতেই গাছ ভেঙে পড়ে। ছবি: সুমন বল্লভ।

মাত্র ১৩ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল শহর ও শহরতলির বিভিন্ন এলাকা। মঙ্গলবার ১০০ কিলোমিটার গতিবেগে বয়ে চলা ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। থমকে যায় থমকে যায় শহর ও শহরতলির ব্যস্ত জীবন। সঙ্গে পাওনা ভোগান্তি। প্রবল ঝড়ের দাপটে গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। তার মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে পাঁচ জনের।

পুলিশ সূত্রে খবর, বেহালায় অশোকা সিনেমা হলের সামনে এক জন মোটরবাহক আরোহীর উপর গাছ ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্য দিকে, জ্যোতি সিনেমা হলের কাছে একটি অটোর উপর গাছ ভেঙে পড়ে। গুরুতর জখম ওই অটোচালককে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় আরও এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অন্য দিকে, আনন্দপুরে বাড়ি ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ দিন সন্ধ্যা পৌনে ৮টা নাগাদ প্রবল ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে সঙ্গে মুষলধারায় বৃষ্টিও শুরু হল শহর ও শহরতলিতে। কেবলমাত্র কলকাতা শহরের বিভিন্ন রাস্তাতেই প্রায় ৪০টি জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। রে়ড রো়ড, বালিগঞ্জ সার্কুলার রোড, লেনিন সরণির মতো শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ ভেঙে পড়ায় মুহূর্তের মধ্যে ব্যাপক যানজট হয়।

সল্টলেক হায়াতের সামনে ঝড়ে রাস্তার উপরে পড়ে গিয়েছে গাছ। ছবি: সুদীপ্ত ভৌমিক।

আরও পড়ুন: সেক্স, ড্রাগ অ্যান্ড... জড়িয়ে যাচ্ছে শহরের নামী স্কুলের ছাত্রীরা!

ঝড়ে ক্ষতিগ্রস্ত বিমান। —নিজস্ব চিত্র।

বৃষ্টির দাপটে দক্ষিণ ও মধ্য কলকাতার একাধিক রাস্তায় জল জমে যায়। এই দুর্যোগের মধ্যে দমদমে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। ওই জায়গায় মেট্রোর যে অংশটি মাটির উপর সেখানকার লাইনে গাছ ভেঙে পড়ে। অন্য দিকে, শিয়ালদহ থেকে শহরতলির লাইনেই ট্রেন চলাচল বিঘ্নিত। একই অবস্থা হাওড়াতে। উত্তরপাড়া ও হিন্দমোটর স্টশনের মাঝে ওভারহেড তারের উপর গাছ পড়ে দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। এ দিনের ঝড়ের কবলে পড়ে হাওড়ায় মৃত্যু হয় দু’জনের।

অন্য দিকে, শহরের জায়গায় জায়গায় ওভারহে়ড তার ছিঁড়ে রাস্তায় আটকে পড়ে একাধিক ট্রাম। গোটা ট্রাফিক ব্যবস্থা জট পাকিয়ে যায়।

ঝড়ের দাপটে ধর্মতলায় ভেঙে পড়ল ছাউনি। —নিজস্ব চিত্র।

হাওয়ার দাপটে কলকাতা বিমানবন্দরে একটি বিমানের ডানা বেঁকে যায়। অন্য একটি বিমান ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে।

Weather Storm
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy