Advertisement
E-Paper

ধর্মঘটে মিশ্র প্রভাব মুর্শিদাবাদে, কান্দিতে মহকুমা শাসককে ঢুকতে বাধা

ব্যক্তিগত যানবাহন কম বেরোলেও গণ পরিবহণ চলাচল করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৪:১৮
ধর্মঘটেে বরহমপুরে ফাঁকা রাস্তাঘাট। —নিজস্ব চিত্র

ধর্মঘটেে বরহমপুরে ফাঁকা রাস্তাঘাট। —নিজস্ব চিত্র

কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটে সকাল থেকেই উত্তেজনা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে। সাত সকালেই রাস্তায় নেমেছেন বাম-কংগ্রেস সমর্থকরা। দফায় দফায় পুলিশ-প্রশাসনের সঙ্গে বচসার মতো ঘটনা ঘটলেও ধর্মঘট ঘিরে বড় কোনও অশান্তির খবর নেই জেলায়।

ধর্মঘটের মিশ্র প্রভাব মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সকালেই কান্দি বাসস্ট্যান্ডে অবস্থান-বিক্ষোভে শামিল হন বাম-কংগ্রেস সমর্থকরা। সেখানে বনধ পালন করতে গেলে পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়। তার জেরে উত্তেজনা তৈরি হয়।

ধর্মঘট সমর্থকরা বিক্ষোভে শামিল হন কান্দি মহুকমা শাসকের অফিসে। মহকুমা শাসক অফিসে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন ধর্মঘট সমর্থনকারীরা। তাঁর গাড়ি আটকে চলতে থাকে বিক্ষোভ। পরে পুলিশ এসে পরিস্থিতি আনে। অফিসে ঢোকেন মহকুমা শাসক।

আরও পড়ুন: লাইভ: কলকাতায় বন্‌ধের প্রভাব কম, বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন জেলায়

আরও পড়ুন: দিল্লির দিকে এগোতেই জলকামান, কাঁদানে গ্যাস কৃষকদের উপর

ধর্মঘট সফল করতে কান্দি ছাড়াও বহরমপুর, রঘুনাথগঞ্জ, বড়ঞা-সহ জেলার প্রায় সর্বত্রই পথে নামতে দেখা গিয়েছে বাম-কংগ্রেস কর্মীদের। জেলায় দোকানপাট আংশিক খুলেছে। ব্যক্তিগত যানবাহন কম বেরোলেও গণ পরিবহণ চলাচল করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। সব মিলিয়ে জেলায় মিশ্র প্রভাব।

Murshidabad Strike CPM Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy