সরকারি স্কুলে ইতিমধ্যেই গরমের ছুটি পড়ে গিয়েছে। এ বার নির্দিষ্ট সূচির কিছু দিন আগে গ্রীষ্মের ছুটি দিয়ে দিচ্ছে শহরের বেশ কয়েকটি বেসরকারি স্কুলও। সংশ্লিষ্ট স্কুলগুলির কর্তৃপক্ষ জানাচ্ছেন, তীব্র গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাঁদের অনুরোধ করেছিলেন, তাঁরা যেন কিছু আগেই গরমের ছুটি দেওয়ার কথা ভাবেন। এর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সেই পথেই যাচ্ছে স্কুলগুলি। পাশাপাশি, বর্তমানে হিংসার আবহে পড়ুয়াদের কী করা উচিত এবং উচিত নয়, তা-ও তাদের বলে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
অভিনব ভারতী স্কুলের অধ্যক্ষ শ্রাবণী সামন্ত জানান, শুক্রবার হয়ে তাঁদের স্কুলে গরমের ছুটি পড়ল। তিনি বলেন, ‘‘দেশে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এই অবস্থায় পড়ুয়ারা কী করবে এবং কী করা থেকে বিরত থাকবে, তার একটি ভিডিয়ো তৈরি করে আমরা প্রতিটি ক্লাসে দিয়েছি। উঁচু ক্লাসের পড়ুয়াদের বলা হয়েছে, সমাজমাধ্যমে কিছু পোস্ট করার সময়ে তারা যেন অবশ্যই সেটির বিষয়ের দিকে লক্ষ রাখে। ভাল ভাবে যাচাই না করে যেন কিছু পোস্ট না
করা হয়।’’
এ দিনই রবীন্দ্র জয়ন্তী পালনের পরে ছুটি পড়েছে ন্যাশনাল ইংলিশ হাইস্কুলে। সেখানকার অধ্যক্ষা মৌসুমী সাহা জানান, তাঁদের স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল ১৫ মে। অধ্যক্ষা এই সন্ত্রাসের পরিস্থিতিতে রবীন্দ্রনাথকে স্মরণ করার কথা মনে করিয়ে দিলেন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। মৌসুমী বলেন, ‘‘মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বলেছিলেন রবীন্দ্রনাথ। পড়ুয়াদের বলেছি, আজকের দিনে কবির সেই বার্তা আরও বেশি প্রাসঙ্গিক। তাদের আরও বলা হয়েছে, ঘৃণা বা হিংসা কেউ যাতে না ছড়ায়, সে ব্যাপারে বিশেষ ভাবে সচেতন থাকতে হবে।’’
২২ মে রামমোহন মিশন হাইস্কুলে গ্রীষ্মের ছুটি পড়ার কথা থাকলেও তাদের ছুটি পড়ে যাচ্ছে ছ’দিন আগে, ১৬ মে থেকেই। স্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস বলেন, ‘‘পড়ুয়াদের বলেছি, এই সময়ে ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি। দেখাতে হবে সংযমও। যুদ্ধ নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কথা ভাসছে। কোনটা ঠিক, কোনটা ভুল, তা যেন তারা বিবেচনা করে দেখে। দরকারে বড়দের সাহায্য নেয়। কোনও ভুয়ো খবর যাতে না ছড়ায়, সে দিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে বলা হয়েছে।’’
লা মার্টিনিয়ার স্কুলের সচিব সুপ্রিয় ধর বলেন, ‘‘আমাদের স্কুলে ১৭ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু ১২ মে থেকে ছুটি দেওয়া হচ্ছে। পাঁচ দিন ছুটি এগোলেও ওই দিনগুলিতে অনলাইনে ক্লাস হবে।’’
ভবন’স গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দিরের অধ্যক্ষ অরুণ দাশগুপ্ত জানান, তাঁদের স্কুলে ছুটি পড়ছে আগামী মঙ্গলবার থেকে। তিনি বলেন, ‘‘ছুটি পড়ার আগে পড়ুয়াদের মনে করিয়ে দেব, আমাদের দেশের মূল শক্তি হল সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনও পরিস্থিতিতেই বিভেদ ঘটানো চলবে না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)