মাস কয়েক আগে কোচবিহারের একটি স্কুলে ক্লাসঘরের মধ্যে ছাত্রীদের গানের তালে নাচের ভিডিয়ো বিতর্ক তৈরি করেছিল। এ বার একই অভিযোগ উঠল বাঁকুড়ায় গড় রাইপুর হাইস্কুলে। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি) দেখা যাচ্ছে, ক্লাসঘরের ভিতরে গানের সঙ্গে তাল মিলিয়ে কোমর দোলাচ্ছে চারজন ছাত্রী।
ওই চার জন ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণিক ছাত্রী বলে স্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই চার ছাত্রীর অভিভাবককে স্কুলে ডেকে অভিযুক্তদের স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে গড় রাইপুর হাইস্কুলের একটি ক্লাসরুমে বাংলা গানের সাথে তাল মিলিয়ে নাচেন দ্বাদশ শ্রেণির চার ছাত্রী। ছাত্রীরা নিজেরাই সেই নাচের ভিডিয়ো তৈরি করে নেটমাধ্যমে আপলোড করেন। দ্রুত সেই ভিডিয়ো ভাইরাল হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, শনিবার প্রথম ওই ভিডিয়োর কথা তাঁরা জানতে পারেন। সোমবার ওই চার ছাত্রীর অভিভাবককে স্কুলে তলব করা হয়।