কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পার্ট-১ পরীক্ষা আজ, মঙ্গলবার শুরু হচ্ছে। অথচ রেজিস্ট্রেশন না-পাওয়া অতিরিক্ত পড়ুয়ারা আদৌ পরীক্ষায় বসতে পারবেন কি না, তা নিয়ে সোমবার দিনভর টানাপড়েন চলে। শেষে বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয়, ওই পড়ুয়ারা পরীক্ষায় বসতে পারবেন না।
সংশ্লিষ্ট কলেজগুলি চান, ওই পড়ুয়ারাও যেন পরীক্ষা দিতে পারেন। কারণ, কলেজ-কর্তৃপক্ষকেই বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
বেশ কিছু কলেজে প্রায় ৩৫০ জন অতিরিক্ত পড়ুয়া ভর্তি হয়েছিলেন। তাঁদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। নিয়ম অনুযায়ী তাঁদের কেউ পরীক্ষায় বসতে পারেন না। কিন্তু বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়। কলকাতা হাইকোর্টে মামলা করেন বড়িশার বিবেকানন্দ কলেজ ফর উইমেনের অধ্যক্ষা সোমা ভট্টাচার্য। আদালত জানায়, এ বছরের ২১৮ জন ছাত্রীকেই পরীক্ষায় বসতে দিতে হবে। সোমবার অ্যাডমিট কার্ডও দেয় বিশ্ববিদ্যালয়। তার পরেই গুঞ্জন শুরু হয়, তা হলে কি সব কলেজেরই অতিরিক্ত পড়ুয়াদের পরীক্ষায় বসতে দেওয়া হবে? শুরু হয় টানাপড়েন।