রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে গেরুয়া শিবির যখন দেশ জুড়ে হিন্দুত্বের হাওয়া তোলার চেষ্টা করছে, সেই সময়েই কলকাতায় সমাবেশ করতে চলেছে এসইউসি। অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ হওয়ার কথা আগামী ২২ জানুয়ারি। সে দিনই কলকাতায় ‘সংহতি মিছিল’ করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগের দিন, ২১ জানুয়ারি কলকাতার শহিদ মিনার ময়দানে এসইউসি-র সমাবেশ হবে লেনিনের মৃত্যু শতবর্ষের সমাপ্তি উপলক্ষে। সমাবেশে বক্তা দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, অসিত ভট্টাচার্য, রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, কেরলের রাজ্য সম্পাদক জয়সন জোসেফ প্রমুখ। চণ্ডীদাসবাবুর বক্তব্য, বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে জিনিসপত্রের দাম অস্বাভাবিক, কর্মসংস্থানের অবস্থা শোচনীয়। রাম মন্দিরের নামে হিন্দু ধর্মীয় ভাবাবেগ ভিত্তিক উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করা হচ্ছে ফ্যাসিবাদী কায়দায়। তাঁদের আরও অভিযোগ, এই রাজ্যে তৃণমূল সরকার নিয়োগ, রেশন, পঞ্চায়েত-সহ নানা দুর্নীতিতে নিমজ্জিত। উপরন্তু, সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করার কথা বলে কংগ্রেস, তৃণমূলের মতো দল ভোটের স্বার্থে ‘নরম হিন্দুত্বে’র নামে বাস্তবে বিজেপির রাজনীতিকেই সাহায্য করছে। এমতাবস্থায় সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, সংগ্রামী বামপন্থার নেতৃত্বে শক্তিশালী গণ-আন্দোলনের বার্তা দিতেই লেনিনের প্রয়াণ দিবসে তাঁদের সমাবেশ বলে এসইউসি নেতৃত্বের বক্তব্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)