Advertisement
E-Paper

কেন্দ্রীয় কমিটিতে ঢুকতে পারেন সুজন-অশোক, প্রস্থানের পথে প্রবীণরা

এত দিন সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে সদস্যের সংখ্যা ছিল ১৮। হায়দরাবাদে ২২তম পার্টি কংগ্রেস শুরু হওয়ার অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল, পার্টি কংগ্রেসের পরে কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে আর এত জন থাকবেন না।

ঈশানদেব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৫:৩৩
সিপিএম কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে কি বেশ কয়েকটা নতুন মুখ এ বার? জোর জল্পনা হায়দরাবাদে। —ফাইল চিত্র।

সিপিএম কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে কি বেশ কয়েকটা নতুন মুখ এ বার? জোর জল্পনা হায়দরাবাদে। —ফাইল চিত্র।

বাংলার বেশ কয়েক জন এ বার বাদ পড়বেন সিপিএমের কেন্দ্রীয় কমিটি থেকে। আলিমুদ্দিন স্ট্রিটে কান পাতলেই শোনা যাচ্ছিল সে কথা। কারা বাদ পড়তে পারেন? ভেসে বেড়াচ্ছিল বেশ কয়েকটা নাম। এ বার ভেসে উঠল আরও চারটি নাম, যাঁরা বাংলা থেকে নতুন সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হতে পারেন। সে তালিকায় যেমন রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা, তেমনই রয়েছে শিলিগুড়ির মেয়রও।

এত দিন সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে সদস্যের সংখ্যা ছিল ১৮। হায়দরাবাদে ২২তম পার্টি কংগ্রেস শুরু হওয়ার অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল, পার্টি কংগ্রেসের পরে কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে আর এত জন থাকবেন না। শ্যামল চক্রবর্তী, মদন ঘোষের বাদ পড়া প্রায় নিশ্চিত। গৌতম দেবও আর কেন্দ্রীয় কমিটিতে থাকবেন না বলে শোনা যাচ্ছিল সিপিএম সূত্রেই। এ ছাড়া দীপক দাশগুপ্ত, নৃপেন চৌধুরীও বাদ যেতে পারেন বলে খবর।

কেন্দ্রীয় কমিটি থেকে যাঁদের বাদ পড়ার কথা, বয়স এবং অসুস্থতাজনিত কারণেই মূলত তাঁরা বাদ পড়ছেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে অপেক্ষাকৃত নবীন মুখ আনতে চাইছে সিপিএম নেতৃত্ব। সেই নীতির কথা মাথায় রেখেই দলের অন্দরে ভেসে উঠেছে কয়েকটি নাম।

প্রথম নাম অবশ্যই বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। দ্বিতীয় নাম শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন দাপুটে মন্ত্রী অশোক ভট্টাচার্য। তৃতীয় নাম বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক অমিয় পাত্র।

২২তম পার্টি কংগ্রেসে তুমুল বিতর্ক চলছে রাজনৈতিক দলিল নিয়ে। কেন্দ্রীয় কমিটিতে কারা ঢুকছেন, এখনও চূড়ান্ত নয়। তবে কমিটির আকার আগের বারের চেয়ে ছোট হবে বলে সিপিএম সূত্রের খবর। ছবি: পিটিআই।

আরও পড়ুন: আচমকা বৈঠকে ত্বহা-সিদ্দিকুল্লা

সুজন এবং অশোক এখন এ রাজ্যের পরিষদীয় রাজনীতিতে সিপিএমের সবচেয়ে উজ্জ্বল মুখ। আর অমিয় পাত্রর নাম উঠে আসছে কৃষক ফ্রন্ট থেকে। কৃষক সভার কোটায় এত দিন নৃপেন চৌধুরী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এ বার তিনি বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে। ফলে ওই কোটায় কেন্দ্রীয় কমিটিতে যাওয়ার জন্য সবচেয়ে অগ্রগণ্য নাম অমিয় পাত্রই।

কনীনিকা ঘোষের নামও শোনা যাচ্ছে সিপিএম কেন্দ্রীয় কমিটির পরবর্তী সদস্য হিসেবে। গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা হয়েছেন কনীনিকা। সংগঠনে তাঁর গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। সেই সুবাদেই তাঁকে কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে বলে মুজফ্ফর আহমেদ ভবন সূত্রের খবর।

আরও পড়ুন: আদিবাসী সমাজের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

তবে মিনতি ঘোষ এবং কনীনিকা ঘোষ একসঙ্গে কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাবেন না বলেও খবর। দু’জনের মধ্যে যে কোনও এক জনকেই রাখা হতে পারে।

কারা নতুন করে কেন্দ্রীয় কমিটির সদস্য হচ্ছেন, কারা বাদ পড়ছেন, তা নিয়ে সিপিএম নেতৃত্ব যথারীতি কোনও মন্তব্য করতে নারাজ। পলিটব্যুরো সদস্য তথা সাংসদ মহম্মদ সেলিম বললেন, ‘‘২১ তারিখ নাগাদ স্পষ্ট হয়ে যাবে, কেন্দ্রীয় কমিটির চেহারাটা কী রকম দাঁড়াচ্ছে। তবে যে সব নাম নিয়ে জল্পনা চলছে, তাঁদের অধিকাংশই যে বাংলার বাম রাজনীতিতে এই মুহূর্তে অগ্রগণ্য নাম, তা নিয়ে কোনও সংশয় নেই।’’

CPM CPI(M) Party Congress Central Committee Sujan Chakraborty Ashok Bhattacharya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy