প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের সময়ে বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সময়ে পুলিশ তাঁকে বাধা দিয়েছিল বলে অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন সুকান্ত। তাঁর ওই নোটিস জমা পড়ার পরে লোকসভার স্পিকারের সচিবালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আর্জি জানিয়েছে রাজ্য সরকারের কাছ থেকে ওই ঘটনা সম্পর্কে বক্তব্য জেনে ১৫ দিনের মধ্যে জানানোর জন্য। সুকান্তের অভিযোগ ছিল, মোদীকে বিদায় জানাতে যাওয়ার সময়ে রাজ্যের দমকল প্রতিমন্ত্রী সুজিত বসুকে গাড়ি নিয়ে বিমানবন্দরের ভিভিআইপি গেট পর্যন্ত যেতে দেওয়া হয়েছিল। কিন্তু সুকান্তের গাড়ি বিমানবন্দরের প্রথম ব্যারিকেডেই পুলিশ আটকে দিয়েছিল বলে অভিযোগ। ফলে, সুকান্তকে হেঁটে যেতে হয়। সে দিনই সুকান্ত পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, স্বাধিকার ভঙ্গ এবং লোকসভার মর্যাদাহানির অভিযোগ তুলে স্পিকারকে গোটা ঘটনার কথা জানিয়েছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)