রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে কত দিন পর্যন্ত থাকবে গরমের ছুটি, শেষ পর্যন্ত ঘোষণা করল স্কুলশিক্ষা দফতর। ৩১ মে পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে। ২ জুন থেকে আবার স্কুলে যাবে পড়ুয়ারা।
এপ্রিলের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে। যেহেতু গরম বেশি, সেই কারণে পড়ুয়া এবং শিক্ষকদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। তবে কত দিন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে, তা জানাননি মুখ্যমন্ত্রী বা স্কুলশিক্ষা দফতর। শিক্ষকদের একাংশের উদ্বেগ ছিল যে, অনির্দিষ্ট কাল স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের পঠনপাঠনের ক্ষতি হতে পারে। বিশেষত যাঁরা পরের বছর, ২০২৬ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে। উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে তাদের মূল্যায়ন হবে তৃতীয় ও চতুর্থ সিমেস্টারে। তৃতীয় সিমেস্টার সেপ্টেম্বরে হওয়ার কথা। সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকেরা। তার পরেই স্কুলশিক্ষা দফতর জানাল, ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ক্লাস শুরু হবে।
সরকারি স্কুলের ক্যালেন্ডার অনুযায়ী, স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল ১২ মে। সেই ছুটির পরে স্কুল খোলার কথা ছিল ২৩ মে। যদিও লিখিত ভাবে সেই নিয়ে কিছু ঘোষণা করা হয়নি তখম।
গত বছর সরকারি স্কুলগুলিতে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছিল গরমের ছুটি। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ২১ এপ্রিলই ছুটি পড়ে যায়। ছুটির মেয়াদ শেষ হয় ২ জুন। অর্থাৎ প্রায় দু’মাস ছিল গরমের ছুটি। শিক্ষকদের একাংশের অভিযোগ ছিল যে, প্রায় দু’মাস স্কুল ছুটি থাকার কারণে সারা বছরের পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়ে। এ বছর এক মাস গরমের ছুটির কথা ঘোষণা করল স্কুলশিক্ষা দফতর।