Advertisement
০৯ অক্টোবর ২০২৪
Sehgal Hossain

সুপ্রিম-রায়ে বাতিল সহগলের আর্জি, অনুব্রতর দেহরক্ষীকে দিল্লিতে জেরা করতে পারবে ইডি

বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট জানায়, গরু পাচার মামলায় ধৃত সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সহগল।

সহগল হোসেন।

সহগল হোসেন। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১৩:৫৮
Share: Save:

গরু পাচার মামলায় অভিযুক্ত, জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগল হোসেনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কোনও বাধা রইল না। এর আগে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য আসানসোল আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেখানে তাদের আবেদন খারিজ হয়ে যাওয়ায় কলকাতা হাই কোর্টে যায় ইডি। সেখানেও প্রয়োজনীয় নথিপত্রের অভাবের প্রসঙ্গ তোলেন সহগলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দিল্লিতে নিয়ে গিয়ে জেরা সংক্রান্ত আবেদন বাতিল হয়ে যায়।

হাই কোর্টে ‘ধাক্কা’ খাওয়ার পরেই দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। গত সোমবার সেই আদালত ইডির আবেদনে সাড়া দিয়ে নির্দেশ দিয়েছিল, সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে তারা। কিন্তু মঙ্গলবার দিল্লি হাই কোর্ট রউস আদালতের এই নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয়। জানায়, শুনানি শেষ না হওয়া পর্যন্ত সহগলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। বৃহস্পতিবার অবশ্য দিল্লি হাই কোর্টই জানায়, গরু পাচার মামলায় ধৃত সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। দিল্লিতে গিয়ে জেরা এড়াতে দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান সহগল। শুক্রবার তাঁর সেই আর্জি খারিজ করল দেশের শীর্ষ আদালত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE