স্থায়ী শিক্ষকদের মতো পশ্চিমবঙ্গের শিক্ষামিত্রদেরও ষাট বছর পর্যন্ত কাজ করার অধিকার আছে বলে সুপ্রিম কোর্ট রায় দিল। এ বিষয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ সেই রায়ই বহাল রাখল।
হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। আজ বিচারপতি কুমার রাজ্য সরকারকে রীতিমতো ভর্ৎসনা করে বলেন, “আমাদের দেশে দুঃখজনক ভাবে শিক্ষকদের যোগ্য সম্মান দেওয়া হয় না। আমি বিশ্বের যে সব দেশে গিয়েছি, সেখানে দেখেছি শিক্ষকরা সম্মান পান। এখানে ২০০৪ সাল থেকে যাঁরা চাকরি করছেন, আপনারা তাঁদের ন্যায্য সুযোগসুবিধা দিতে চাইছেন না। আমরা এ দেশের শিক্ষকদের অবহেলা করি, শোষণ করি। এই অস্থায়ী ভাবে দিনের পর দিন কাজ করানোটাই হল শোষণ করা।”
রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্তের যুক্তি ছিল, শিক্ষার অধিকার আইনের আগে এই শিক্ষামিত্র নিয়োগ করার প্রথা ছিল। শিক্ষার অধিকার আইন অনুযায়ী, এখন আর শিক্ষামিত্র রাখা হয় না।তাঁদের অনেককে এডুকেশন ভলান্টিয়ার পদে অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়েছে। বিচারপতি কুমার বলেন, “আপনারা দেখুন, কত রকম নামে আপনারা অস্থায়ী ভাবে নিয়োগ করেছেন। প্যারা টিচার, শিক্ষামিত্র, শিক্ষাবন্ধু, ব্রিজ কোর্স ইনস্ট্রাক্টর, রিসোর্স পার্সন— সবাইকে অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়েছে। যদি তাঁরা যোগ্য না হন, তা হলে ২০০৪ থেকে ২১ বছর ধরে কী ভাবে কাজ করছেন?” সুপ্রিম কোর্ট রাজ্যের মামলা খারিজ করে দিয়ে নির্দেশ দিয়েছে, শিক্ষামিত্র, এডুকেশন ভলান্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত চাকরির সুযোগদিতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)