দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পরে সোমবার রাত থেকে বিধাননগর কমিশনারেট এলাকার পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেটের দমদম, নিউ ব্যারাকপুর, নিমতা এবং ঘোলা থানা এলাকাতেও জোরদার করা হল পুলিশি নজরদারি।
বিধাননগর কমিশনারেটের বিভিন্ন এলাকায়, বিশেষত কলকাতা বিমানবন্দর, শপিং মল, মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা, ভিআইপি রোড, বিশ্ব বাংলা সরণি, যশোর রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ঢোকা-বেরোনোর পথে নজরদারি চলছে। গাড়ি থামিয়ে চলছে নথি ও গাড়িতে থাকা সামগ্রী পরীক্ষার কাজ। সোমবার রাতে নাকা তল্লাশি ও নজরদারির কাজে তদারকি করেন পদস্থ কর্তারা। বিমানবন্দরের ভিতরে ও আশপাশে বেড়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নজরদারি।
সোমবার রাত থেকে ব্যারাকপুর কমিশনারেটের সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষত কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, যশোর রোড, ঘোলা-মুড়াগাছা, নিউ ব্যারাকপুর-সোদপুর রোড, বেলঘরিয়া, সাজিরহাট, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় চলে নাকা তল্লাশি ও অভিযান। ঘোলা ও নিউ ব্যারাকপুর থানার বিশাল পুলিশবাহিনী একাধিক মোড়ে মোতায়েন ছিল। বাইক, গাড়ি, ছোট ট্রাক থামিয়ে চালানো হয়েছে কাগজ ও সামগ্রী পরীক্ষার কাজ। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশ পিকেট ও মোবাইল ভ্যানের নজরদারি বাড়ানো হয়েছে। কমিশনারেট সূত্রের খবর, অভিযান চলবে আগামী কয়েক দিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)