কথা ছিল ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমর্থনে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় পর্যন্ত মিছিল হবে বামেদের। সেই অনুযায়ী বুধবার ওই মোড়ে ব্যারিকেড তৈরি করে পুলিশ। কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে মিছিল ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ায় বাধা দেয় পুলিশ। অভিযোগ, সূর্যবাবুদের সঙ্গে পুলিশের কিছুটা ধস্তাধস্তি হয়। পরে সূর্যবাবু বলেন, ‘‘পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।’’ দুর্গাচক বাজারেই সভা করেন সূর্যবাবু।