Advertisement
E-Paper

হলদিয়ায় প্রচারে গিয়ে আক্রান্ত সূর্যকান্ত মিশ্র, জখম বিধায়কও

উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের যুব নেতা আজিজুল রহমানের নেতৃত্বে হামলা হল সূর্যকান্ত মিশ্র এবং হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের উপরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ১৮:০৩
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের যুব নেতা আজিজুল রহমানের নেতৃত্বে হামলা হল সূর্যকান্ত মিশ্র এবং হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের উপরে। পুলিশি তৎপরতায় সিপিএম নেতাদের দ্রুত গাড়িতে তুলে কলকাতার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে সিপিএম।

তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে বৃহস্পতিবার হলদিয়ায় মিছিল করতে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেবরা। সিপিএম সূত্রের খবর ১৩ নভেম্বর পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি মেলে। কিন্তু এ দিন হলদিয়ার কদমতলা এলাকা থেকে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ আগে পুলিশের তরফে সিপিএম নেতাদের জানিয়ে দেওয়া হয়, মিছিল করার অনুমতি নেই। সূর্যকান্ত মিশ্র মিছিলের অনুমতি সংক্রান্ত বৈধ নথি দেখিয়ে পুলিশকে জানান, মিছিল তিনি করবেনই। কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ এবং এসডিপিও তন্ময় মুখোপাধ্যায় সূর্যকান্ত মিশ্রকে জানান, মিছিলের অনুমতি বাতিল হয়েছে। কারণ যে রাস্তা দিয়ে সিপিএমের মিছিল যাওয়ার কথা, সেই রাস্তা দিয়েই তৃণমূলের মিছিলও যাবে। তৃণমূল আগে মিছিলের অনুমতি চেয়েছিল বলেও সূর্যবাবুদের জানানো হয়। এর পর সিপিএম রাজ্য সম্পাদক ওই দুই পুলিশ কর্তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন। এসডিপিও তন্ময় মুখোপাধ্যায় মহকুমা শাসক পূর্ণেন্দুশেখর নস্করকে বিষয়টি জানান। মহকুমা শাসক নির্দেশ দেন, অন্য রাস্তা দিয়ে সিপিএমের মিছিলকে রওনা করে দেওয়া হোক।

সূর্যবাবুদের মিছিল হলদিয়ার কদমতলা থেকে শুরু হয়ে ক্ষুদিরামনগর, গাঁধীনগর হয়ে রানিচক মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ সে পথ বদলে দেয়। সিটি সেন্টার হয়ে গাঁধীনগর ছুঁয়ে রানিচক মোড়ে যাওয়ার কথা বলা হয়। সিপিএমের দাবি, যে পথ দিয়ে মিছিলকে যেতে বলা হয়েছিল, সে এলাকা জনবসতিহীন। তাও সেই পথেই মিছিল করতে সিপিএম রাজি হয়। গোলমাল শুরু হয় রানিচকে পৌঁছনোর পর।

মিছিল শেষে সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, তাপসী মণ্ডলরা রানিচক মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে সময় তৃণমূলের মিছিলটিও রানিচক পৌঁছয়। সূর্যবাবুদের অভিযোগ, কোনও কারণ ছাড়াই তৃণমূলের মিছিল থেকে এক দল লোক তাঁদের দিকে তেড়ে যান এবং হামলা চালান। তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা আজিজুল রহমানের নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। আজিজুল সূর্যকান্ত মিশ্রকে লক্ষ্য করে ঘুসি চালিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি। কিন্তু সূর্যবাবু সরে যাওয়ায় ঘুসিটি লাগে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের গায়ে। তুমুল ধস্তাধস্তিতে সূর্যকান্ত মিশ্রও পায়ে চোট পান।

আরও পড়ুন: কৃষ্ণেন্দুকে সরানোর শর্ত নীহারের, নাটক মালদহে

পুলিশ অবশ্য দ্রুত তৎপর হয় এবং কর্ডন করে তৃণমূল ও সিপিএম কর্মীদের আলাদা করে দেয়। তার পর সূর্যকান্ত মিশ্র, রবীন দেবদের গাড়িতে তুলে কলকাতার পথে রওনা করিয়ে দেওয়া হয়।

আজিজুল হক অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। তৃণমূল কোনও হামলা চালায়নি বলে দাবি করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীও।

Suryakanta Mishra Assault Haldia Allegation against TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy