Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Suvendu Adhikari

শুভেন্দুর ‘১৯৫৬’

তাপস রায় কটাক্ষ করেছেন, ‘‘এ সব আত্মপ্রচারের ঢক্কানিনাদ! মামলা হলে আইন তার পথে চলবে। বই ছাপিয়ে কী হবে? বিজেপির স্বরূপ গোটা দেশে ধরা পড়ে গিয়েছে। এ সব চমকে আর কী হবে?’’

শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ০৫:৩৩
Share: Save:

রাজ্যে গণতন্ত্রের কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা হচ্ছে, সেই অভিযোগ তুলে এ বার পুস্তিকা বার করলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার মিডিয়া সেন্টারে মঙ্গলবার ‘১৯৫৬’ শীর্ষক ওই পুস্তিকাটি প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দুর মন্তব্য, ‘‘এই প্রথম একই কেন্দ্র থেকে জয়ী ও পরাজিত প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার বিরুদ্ধে ২০২১ সালের ৫ মে-র পর থেকে ২৬টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নন্দীগ্রামে বিধানসভা ভোটের ফলাফলই তার মূল কারণ!’’ নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের ব্যবধান ছিল ১৯৫৬, সেটাই পুস্তিকার শিরোনাম। মামলার তথ্য দিয়ে এবং নানা জায়গায় বিরোধী দলনেতাকে যেতে বাধা দেওয়ার অভিযোগের ছবি-সহ ঘটনা উল্লেখ করে তিন ভাষায় লেখা ওই পুস্তিকা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে পাঠানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু। সরকার পক্ষের উপ-মুখ্য সচেতক তাপস রায় অবশ্য কটাক্ষ করেছেন, ‘‘এ সব আত্মপ্রচারের ঢক্কানিনাদ! মামলা হলে আইন তার পথে চলবে। বই ছাপিয়ে কী হবে? বিজেপির স্বরূপ গোটা দেশে ধরা পড়ে গিয়েছে। এ সব চমকে আর কী হবে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE