ফসলের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে এবং আলু চাষিদের আত্মহত্যার প্রতিবাদে মঙ্গলবার বিজেপির কিসান মোর্চার মিছিলে পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মিছিল নিয়ে তৃণমূলের কটাক্ষ, ‘কৃষক মেরে কৃষক প্রেম’!
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার দিনে আজ, বুধবারই কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের পাল্টা অভিযোগে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দিনভর ধর্নায় বসছে রাজ্য বিজেপি। সেখানে শুভেন্দুর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও উপস্থিত থাকার কথা।
মুখ্যমন্ত্রী এ দিনই সিঙ্গুরে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের উদ্বোধন করেন। এই সিঙ্গুর থেকেই অতীতে তৃণমূলের জমি আন্দোলন শুরু হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “সে দিন তো টাটাকে তাড়িয়ে আপনি কৃষক-দরদি সেজেছিলেন। উত্তর দিন, ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত কেন পিএম কিসান নিধি বাংলায় চালু করতে দেননি?” সেই সঙ্গে রাস্তাশ্রী প্রকল্প নিয়ে তাঁর অভিযোগ, “কোনও ঠিকাদার টেন্ডার নেবেন না। তাঁরা জানেন, একটা টাকাও পাবেন না। এই প্রকল্পের জন্য বাজেটে একটা টাকাও বরাদ্দ হয়নি। দিদির দূতেরা জানিয়েছেন, রাস্তার যা অবস্থা, পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে ঢোকা যাবে না।” পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “যখন কৃষকেরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় বসেছিলেন, তখন উনি কোথায় ছিলেন? যখন কেন্দ্রীয় মন্ত্রী গাড়ি চালিয়ে কৃষকদের পিষে মেরে দিলেন, তখন তিনি কোথায় ছিলেন? ওরা তো নিজেরাই কৃষক-বিরোধী!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)