Advertisement
১৯ মে ২০২৪
Suvendu Adhikari

বন্ড-খোঁচা শুভেন্দুর, পাল্টা তৃণমূলেরও

২০২১-২২ সালে তৃণমূলের আয়ের ৯৬% এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। এক বছরের মধ্যে তা ৪২ কোটি থেকে বেড়ে হয়েছে ৫২৮ কোটি ১৪ লক্ষ টাকা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ০৬:৫২
Share: Save:

চাঁদা হিসেবে নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেসের বিপুল আয় নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে দেওয়া তৃণমূলের ওই হিসাব উল্লেখ করে কারা সেই চাঁদা দিয়েছেন, তা প্রকাশ করার দাবি তুলেছেন তিনি। এই প্রশ্নে বিজেপির বিরুদ্ধে অস্বচ্ছতার পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও।

২০২১-২২ সালে তৃণমূলের আয়ের ৯৬% এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। এক বছরের মধ্যে তা ৪২ কোটি থেকে বেড়ে হয়েছে ৫২৮ কোটি ১৪ লক্ষ টাকা। গত সপ্তাহে সামনে আসা এই হিসাব নিয়ে রবিবার বর্ধমানে দলীয় কর্মসূচিতে শুভেন্দু বলেন, ‘‘তৃণমূল এখন আর সততার প্রতীক লেখে না। ইলেক্টোরাল বন্ড সংগ্রহ করেছে।’’ সেই সূত্রে কমিশনে তৃণমূলেরই জমা দেওয়া তথ্য উল্লেখ করে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘এত টাকা কারা দিল, কোন শর্তে দিল, তা প্রকাশ করতে হবে।’’

বিরোধী দলনেতার এই বক্তব্যকে অবশ্য ‘চোরের মায়ের বড় গলা’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘যে তথ্য সামনে এসেছে, তা আমাদের দলের তরফেই কমিশন ও আয়কর দফতরকে দেওয়া হয়েছে। এখানে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন।’’ তাঁর কটাক্ষ, ‘‘ওঁদের দল ক্ষমতায় আসার পরেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। অস্বচ্ছতা বহাল রাখতে এ ক্ষেত্রে একটা অসম্পূর্ণ ব্যবস্থা করেও রেখেছে।’’ তাঁর অভিযোগ, ‘‘দেশে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও বিজেপির মতো ধনী দল আর কেউ আছে কি না, দেখার বিষয়।’’

আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে এ দিনও শুভেন্দু বলেন, ‘‘তৃণমূল নেতাদের নাম দিয়ে অভিযোগ করেছি। আরও কয়েকটি জেলার ৪-৫ হাজার নাম পাঠিয়েছি। গ্রামোন্নয়ন মন্ত্রক আমাকে জানিয়েছে, ওই সব জায়গায় কেন্দ্রের দল আসবে।’’ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, ‘‘বিজেপির কথায় যে এ রাজ্যে কেন্দ্রের দল আসছে, শুভেন্দুর এই কথা তারই প্রমাণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE