নবান্নের বৈঠকে যোগ দেবেন না তিনি। সোমবার টুইট করে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, লোকায়ুক্ত ও রাজ্যে তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে আমি যোগ দেব না। মাননীয় রাজ্যপালের নির্দেশ এ ক্ষেত্রে অমান্য করা হয়েছে।' এই প্রসঙ্গে পর পর দু'টি টুইট করেন নন্দীগ্রাম বিধায়ক। দ্বিতীয় টুইটে তিনি অভিযোগ করেন, বৈঠক সংক্রান্ত যে তথ্য তিনি রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছিলেন, তা তাঁকে দেওয়া হয়নি। এমন অসহযোগিতার কারণেই নবান্নের বৈঠকে যোগ দেবেন না তিনি।