আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্য হিসাবে তৃণমূল কংগ্রেসের তিন বিধায়ক সওকাত মোল্লা, নয়না বন্দ্যোপাধ্যায় এবং আমিরুল ইসলামকে মনোনীত করেছে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়। এর মধ্যে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাতের মনোনয়নকে সামনে রেখে বুধবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী নেতা সমাজমাধ্যমে পুরনো একটি ভিডিয়োর অংশ পোস্ট করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওকাতকে বলেছিলেন ‘মারপিট করিস আর বোম বাঁধিস’! এই সূত্র ধরেই শুভেন্দুর কটাক্ষ, “বিশিষ্ট শিক্ষাবিদ ‘বোমা বাঁধার প্রফেসর’ সওকাত মোল্লাকে বিধানসভার সচিবালয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোর্ট মেম্বার পদের দায়িত্বে নিযুক্ত করেছে! মনে হয় পশ্চিমবঙ্গে প্রকৃত শিক্ষাবিদের আকাল পড়েছে!” যদিও বিতর্কের মধ্যে না-ঢুকে তাঁর মনোনয়নের জন্য মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা’ জানিয়ে সওকাত বলেছেন, “দল যে দায়িত্ব দিয়েছে, তা আমি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার চেষ্টা করব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)