বিজেপি আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকার গড়বে দাবি করে ঠিকাদারদের ‘ভুয়ো’ কাজ নেওয়ার বিষয়ে সতর্ক করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুরলীধর সেন লেনে বিজেপির পুরনো দফতরে বুধবার তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ভুয়ো জব কার্ড তৈরি করে কাজ দেওয়া হয়েছে। টেন্ডারের মাধ্যমে যে সব ঠিকাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে, তাঁদের টাকা পাওয়া অনিশ্চিত।’’ তাঁর সংযোজন, ‘‘এই রাজ্যের ঠিকাদারদের বলছি, পশ্চিমবঙ্গ সরকার এই কাজের জন্য কোনও অর্থ বরাদ্দ করেনি, তাই আপনারা এই ধরনের কাজ নেবেন না। কারণ, পরবর্তী কালে আপনারা সেই টাকা পাবেন না।’’ তাঁর দাবি, “এই রাজ্যকে বিহার, উত্তরপ্রদেশের মতো পুনর্নির্মাণের দায়িত্ব আমাদের। বিজেপি ২০২৬-এ ক্ষমতায় আসবে। তাই ঠিকাদাররা নির্বাচনের আগে এই ধরনের ভুয়ো কাজে যোগ দেবেন না।” বিরোধী নেতার অভিযোগ, ঠিকাদারদের কাছ থেকে ৭-৮% টাকা সংগ্রহ করা হচ্ছে। সেই টাকার ৪% যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে, যা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করছে ‘ক্যামাক স্ট্রিটের দফতর’। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেছেন, “বিজেপির চরিত্র কাজ বন্ধ করে দেওয়া। এরা বাংলার টাকা আটকে রাখে, ঠিকাদারদের কাজ করতে বাধা দেয়। যাতে মানুষ পরিষেবা না পায়। বিরোধী দলনেতার নির্দিষ্ট করে কোনও অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় বলুন। হাওয়ায় কথা ভাসিয়ে দিচ্ছেন কেন?”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)