পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে ভাবনাচিন্তা করার জন্য আবার মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করল ডোনাল্ড ট্রাম্পের সরকার। কয়েকটি জায়গা উল্লেখ করে সেখানে একেবারেই না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, সেখানে পর্যটক এবং বিদেশিদের উপরেও যখন-তখন হামলা হয়। অপহরণ করা হয়।
এই পরিস্থিতিতে কোনও মার্কিম নাগরিকের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা দ্বিতীয় বার বিবেচনা করতে বলেছে ট্রাম্প সরকার। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘‘অপরাধ, সামাজিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির কারণে ভ্রমণকারীদের দেশটি (পাকিস্তান) সফরের আগে দু’বার ভাবা উচিত।’’ আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশকে ‘লেভেল-৪’ (অতি ঝুঁকিপূর্ণ) বলে চিহ্নিত করে সেখানে কোনও অবস্থাতেই না যেতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।
আরও পড়ুন:
একই সতর্কবার্তা রয়েছে, বালোচিস্তচান প্রদেশের কিছু অঞ্চল সম্পর্কেও। সামগ্রিক ভাবে পাকিস্তানের স্থান হয়েছে ‘লেভেল-৩’ (ঝুঁকিপূর্ণ) তালিকায়, মার্কিন বিদেশ দফতরের রিপোর্ট বলছে, সে দেশে হামলার সাধারণ লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে, পরিবহণ কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, পর্যটনস্থান সরকারি ভবন এমনকি, ধর্মস্থান। কারণ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি পাকিস্তানে ধারাবাহিক হামলার পরিকল্পনা করে চলেছে।