Advertisement
E-Paper

পুলিশকর্তাদের সম্পত্তির হিসেব নিলে অনেক কিছু স্পষ্ট হবে: ধনখড়

সব বিষয়ে পুলিশকে ব্যবহার করার এই প্রবণতা ‘ভীতিপ্রদ’ এবং এই পদ্ধতি ‘পুলিশ-রাজের দিকে নিয়ে যায়’, চিঠিতে লিখেছেন রাজ্যপাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ২০:৩৬
ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের।

ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে ফের কড়া চিঠি রাজ্যপালের। সোমবার প্রধানমন্ত্রীর ডাকা ভিডিয়ো কনফারেন্সে নিজের বক্তব্য রাখার সময় নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে নিরন্তর অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টা কাটার আগেই তার জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পুলিশ দিয়ে রাজ্য চালানোর অভিযোগ তুললেন। বাংলার পুলিশকর্তাদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসে গিয়েছে, এমন গুরুতর কথাও নিজের চিঠিতে লিখলেন রাজ্যপাল। ‘‘আমি রাজনীতির অংশীদার নই, কিন্তু সাংবিধানিক দায়বদ্ধতার জায়গা থেকে রাজ্যের শাসন ব্যবস্থায় নিঃসন্দেহে আমার অংশীদারিত্ব রয়েছে,’’ চিঠিতে মমতার উদ্দেশে এমনই লিখলেন ধনখড়।

এমন কেউ কেউ রয়েছেন, যাঁরা সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও অসহযোগিতা করেন এবং রাজ্যকে হেনস্থা করতে থাকেন— সোমবার এই রকম অভিযোগই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে উদ্ধৃত করে রাজ্যপাল মঙ্গলবার চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য প্রসঙ্গে রাজ্যপাল লিখেছেন, ‘‘গতকাল আপনি যা বলেছেন, তাতে আরও অনেকের মতো আমি বিস্মিত এবং হতচকিত।’’ মুখ্যমন্ত্রী পদে থেকে এই ধরনের মন্তব্য ‘অনভিপ্রেত’ বলে রাজ্যপাল লিখেছেন চিঠিতে।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা দু’পাতার চিঠি মঙ্গলবার টুইটারে তুলে ধরেছেন রাজ্যপাল। এর আগের একাধিক চিঠির মতো এই চিঠিতেও মমতার সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে ধনখড় প্রশ্ন তুলেছেন। ‘‘আমার সব কাজে আমি অত্যন্ত সতর্ক ভাবে সাংবিধানিক ব্যবস্থাপনা মেনে চলেছি, যেখানে আপনি আমার অজস্র পরামর্শ সত্ত্বেও সংবিধানের সঙ্গে নিজের দূরত্ব (কনস্টিটিউশনাল ডিস্ট্যান্সিং) বহাল রেখে গিয়েছেন।’’ রাজ্যপাল এমনই লিখেছেন চিঠিতে।

আরও পড়ুন: অগস্টে ৯ দিন সম্পূর্ণ লকডাউন রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে সব বিষয়ে পুলিশকে কাজে লাগিয়ে শাসন চালানো হচ্ছে বলে রাজ্যপাল এ দিন লিখেছেন। গণতন্ত্রের পক্ষে এটা শুভ নয়, মন্তব্য তাঁর। সব বিষয়ে পুলিশকে ব্যবহার করার এই প্রবণতা ‘ভীতিপ্রদ’ এবং এই পদ্ধতি ‘পুলিশ-রাজের দিকে নিয়ে যায়’, চিঠিতে লিখেছেন রাজ্যপাল। এ রাজ্যে পুলিশের ভূমিকা সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত এ দিন দেখা গিয়েছে রাজ্যপালের চিঠিতে। পুলিশ বাহিনীর মাথায় যাঁরা রয়েছেন, তাঁদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে, তা হলেই সব স্পষ্ট হয়ে যাবে— এই রকম গুরুতর কথা এ দিন রাজ্যপাল লিখেছেন।

আরও পড়ুন: করোনা উপসর্গে বাড়িতে বসে টেস্ট, ‘ডেট’ পেতে চরম ভোগান্তি রোগীর

নাম না করে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ মুখ্যমন্ত্রী তুলেছেন বলে রাজ্যপাল মনে করছেন, তা-ও এ দিন নিজের চিঠিতে নস্যাৎ করতে চেয়েছেন রাজ্যপাল। সিএএ বিরোধী আন্দোলনের নামে রেল ও সরকারি সম্পত্তি ধ্বংস করা, আমপান পরবর্তী ত্রাণ বণ্টনে প্রবল দুর্নীতি, কেন্দ্রীয় দলের সঙ্গে অসহযোগিতা, উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিরোধীদের উপরে পুলিশি অত্যাচার— এমন একগুচ্ছ অভিযোগ এ দিনের চিঠিতে তুলেছেন রাজ্যপাল। এই সব বিষয় নিয়েই তিনি সক্রিয় হয়েছেন বা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, অকারণে সক্রিয়তা দেখাননি— চিঠিতে এ রকমই বোঝানোর চেষ্টা করেছেন ধনখড়।

Mamata Banerjee Jagdeep Dhankhar Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy