Advertisement
০২ মে ২০২৪
mahalaya

Mahalaya: পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, বাবুঘাট থেকে বাগবাজার তর্পণে পূর্বপুরুষ-স্মরণ

দক্ষিণেশ্বর থেকে বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা কিংবা বাবুঘাট— সকাল থেকেই ভিড় জমেছে কলকাতার বিভিন্ন ঘাটে।

গঙ্গার ঘাটে তর্পণ।

গঙ্গার ঘাটে তর্পণ। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ০৮:০১
Share: Save:

পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। বুধবার মহালয়া। আর মহালয়া মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া। মহালয়া মানেই তর্পণ। তর্পণের জন্য সকাল থেকেই ভিড় জমেছে গঙ্গার ঘাটগুলিতে।

শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা। অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার জন্য। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে জলদানই তর্পণ। দক্ষিণেশ্বর থেকে বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা কিংবা বাবুঘাট— সকাল থেকেই ভিড় জমেছে কলকাতার বিভিন্ন ঘাটে। বিভিন্ন জেলার ঘাটগুলির চিত্রও একই রকম।কোনও কোনও ঘাটে সকাল থেকেই তর্পণের জন্য পড়েছে লম্বা লাইন।

তর্পণ করতে এসে যাতে কোনও রকমের দুর্ঘটনা না ঘটে, সে দিকে কড়া নজর রয়েছে পুলিশের। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীপথে টলহদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদেরও। সেই সঙ্গে ছবি শিকারিরাও ভিড় জমিয়েছেন কুমারটুলি থেকে বিভিন্ন গঙ্গার ঘাটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mahalaya tarpan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE