Advertisement
E-Paper

দাবি আদায়ে আমরণ অনশনে শিক্ষক সংগঠনের সদস্যরা

এই একই দাবিতে গত ২৪ জুন বিধানসভা অভিযান করে সংগঠনটি।পিআরটি স্কেলের দাবি তোলেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ২১:১৭
অনশনে শিক্ষকরা।

অনশনে শিক্ষকরা।

পিআরটি স্কেল আদায় ও ১৬ প্রাথমিক শিক্ষককে বদলির প্রতিবাদে এবার আমরণ অনশনে বসলেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই একই দাবিতে গত ২৪ জুন বিধানসভা অভিযান করে সংগঠনটি।পিআরটি স্কেলের দাবি তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ, ১৬জন প্রাথমিক শিক্ষককে অনৈতিক ভাবে বদলিকরা হয়েছে। তা প্রত্যাহারের দাবিও তোলেন তাঁরা।

আরও পড়ুন: ‘এই চাণক্য মেড ইন চায়না,’ কাঁচড়াপাড়াকে ফের দখলে এনে মুকুলকে খোঁচা অভিষেকের

ওই শিক্ষক সংগঠনের সভাপতি সন্দীপ ঘোষের দাবি, ‘‘শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। কিন্তু, আমাদের দেওয়া ১৫ দিনের সময়সীমা পেরোলেও কাজ হয়নি।’’তারই প্রতিবাদে শনিবার সল্টলেকে উন্নয়ন ভবনের ধরনা কর্মসূচি শুরু করেন সংগঠনের সদস্যরা। তাঁরা আশা করেছিলেন, সরকারপক্ষের কোনও প্রতিনিধি তাঁদের সঙ্গে দেখা করবেন। তা না হওয়ায় এদিনই আমরণ অনশন শুরু করেন সংগঠনের ১২ সদস্য।

রবিবার ওই সংখ্যা আরও বাড়বে বলেই দাবি প্রাথমিক শিক্ষকদের ওই সংগঠনটির।

Hunger Strike Teachers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy