দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবার ফিরছে হাঁসফাঁস গরমের দিন। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গেও। তবে এখনও উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে আলাদা কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুধু জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি জেলায় আর কোনও সতর্কতা জারি করা হয়নি। সপ্তাহভর আবহাওয়া শুকনো থাকবে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গের দুই প্রান্তেই তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত চড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের পারদ। তার পরের চার দিনে তাপমাত্রার আর বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার ফলে গত সপ্তাহে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হয়েছে। তবে নিম্নচাপের প্রভাব আপাতত কেটে গিয়েছে। বর্ষাও প্রবেশ করেনি। ফলে নতুন করে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক।